ASANSOL

আসানসোলে মন্ত্রীর বাড়িতে হামলার অভিযোগ, আটক যুবক, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটলো। এক যুবক হাতে পাথর নিয়ে নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে মন্ত্রীর বাড়ির অফিসে ঢুকে পড়ে। হাতে পাথর দিয়ে ঐ যুবক টেবিলের কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ।  বুধবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ আসানসোল শহরের জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন অন্যতম অভিজাত এলাকা আপকার গার্ডেনে এই ঘটনাটি ঘটেছে। আসানসোল পুলিশ লাইনের অদূরে রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনার পরে স্বাভাবিক ভাবেই নিরাপত্তা ব্যবস্থা বড়সড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।

এই ঘটনার সময় মন্ত্রী মলয় ঘটক তার বাড়িতে ছিলেন না। তিনি এই মুহুর্তে কলকাতায় রয়েছেন। তবে যে ঘরের মধ্যে হামলার ঘটনা ঘটেছে, তার উপরের তলায় ছিলেন মন্ত্রী পত্নী সুদেষ্ণা ঘটক। স্বাভাবিক ভাবেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এই ঘটনায় হামলাকারী এক যুবককে মন্ত্রীর বাড়িতে পাহারায়  থাকা রাজ্য পুলিশ কর্মীরা ধরে ফেলেন। পরে তাকে আসানসোল দক্ষিণ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ আসানসোল পুরনিগমের ৫৪ নং ওয়ার্ডের কুমারপুরের কাছে কালিকাপুরের সায়েরপাড়ার বাসিন্দা বছর ২১ র ভিক্কি কেওড়াকে আটক করে থানায় নিয়ে যায়। ঠিক কি কারণে এই যুবক মন্ত্রীর বাড়ির ঢুকে হামলা চালানো তা পুলিশ তাকে জেরা করে জানার চেষ্টা করছে। বাড়িতে হামলার ঘটনা কলকাতায় থাকা মন্ত্রীকে জানানো হয়েছে বলে জানা গেছে।


এই ঘটনার খবর পেয়ে প্রথমে পুলিশ বাহিনী নিয়ে মন্ত্রীর বাড়িতে আসেন আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু। পরে আসেন আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস ও এসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ নস্কর। পরে মন্ত্রীর বাড়িতে আসেন তার ভাই আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। আসেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।


ঘটনা নিয়ে মন্ত্রী পত্নী সুদেষ্ণা ঘটক বলেন, আমি তখন দিদিকে ( পুর কাউন্সিলার সোনা গুপ্তা) সঙ্গে বাড়ির উপরের ঘরে ছিলাম। হঠাৎ করে নিচের অফিস ঘরের মধ্যে কিছু পড়ার মতো শব্দ পাই। প্রথমে ভাবি নিচে তো পুলিশ আছে। তারা কেউ পড়ে গেছে। পরে চিৎকার চেঁচামেচি শুনে নিচে নেমে আসি ও দেখি টেবিলের কাঁচ ভেঙে পড়ে আছে। বাইরে এক যুবককে সবাই ধরে রেখেছে। তার হাতে একটা বড় ইঁট। জানতে পারি ঐ যুবক ঐ ইঁট দিয়ে হামলা করেছে। তিনি আরো বলেন, খুবই ভয় পেয়েছি। আমি তো একাই থাকি। বুঝতে পারছি না। এই ঘটনায় কি তিনি আতঙ্কিত ও নিরাপত্তার অভাব বোধ করছেন? উত্তরে তিনি বলেন, অবশ্যই। মন্ত্রী তো বাড়িতে নেই। থাকলে কি হতো জানিনা।


অন্যদিকে ডিসিপি (সেন্ট্রাল) বলেন, বিকেল পৌনে পাঁচটা নাগাদ এক যুবক মন্ত্রীর বাড়িতে অফিস ঘরে ঢুকে ইঁট দিয়ে হামলা করেছে। তাকে আটক করা হয়েছে। নাম পরিচয় জানা গেছে। কি কারণে সে এমন ঘটনা ঘটালো, তা তাকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ মোতায়েন থাকা সত্বেও মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে? এই প্রসঙ্গে ডিসিপি (সেন্ট্রাল) বলেন, ঐ পুলিশ কর্মীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে মন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।
জানা গেছে, আটক হওয়া যুবক ন্যাড়া মাথা ছিলো। সে কারোর ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য মন্ত্রীর বাড়িতে এসেছিলো। গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *