আসানসোলে আইন মন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়লো, চার পুলিশ কর্মীর বদলি
হামলার ঘটনায় ধৃত যুবককে আদালতে পেশ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol Latest News Updates ) আসানসোলের আপকার গার্ডেনে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ। বুধবার রাতে গ্রেফতার হওয়া ধৃত যুবকের নাম ভিক্কি কেওড়া। তার বাড়ি আসানসোল পুরনিগমের ৫৪ নং ওয়ার্ডের কালিকাপুরের সায়েরপাড়ায়। ধৃতর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সকালে ধৃতকে আসানসোল দক্ষিণ থানা (পিপি) থেকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে।




তবে, ধৃত যুবকের মা মুক্তি কেওড়ার দাবি, তার ছেলের মাথা ঠিক নেই। বেশ কিছুদিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছে।
এদিকে, বুধবার সন্ধ্যার সময় হামলার এই ঘটনার পরে আইন মন্ত্রীর বাড়ি নিরাপত্তা বাড়ানো হলো।আসানসোলে মন্ত্রীর বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে। হামলার ঘটনার সময় মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা চারজন পুলিশ কর্মীকে বদলি করা হয়েছে। এই চারজন কনস্টেবল। তাদের সঙ্গে এক পুলিশ অফিসার ছিলেন। তবে তাকে এখন বদলি করা হয়নি বলে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা। বৃহস্পতিবার সকালেই মন্ত্রীর বাড়িতে নতুন চার কনস্টেবলকে মোতায়েন করা হয়েছে। মন্ত্রী মলয় ঘটক হামলার সময় বাড়ি ও আসানসোলে ছিলেন না। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেলা সফরে ছিলেন না। বৃহস্পতিবার সকালে তিনি আসানসোলে ফেরেন। বাড়ির নিরাপত্তা নিয়ে তার সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলবেন বলে জানা গেছে। তারপরে মন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা নিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন দুপুরে মলয় ঘটক বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, বুধবার ঘটনার সময় বাড়িতে ছিলাম না। খবর পাই যে, এক যুবক আমার ঘরে ঢুকে ইঁট দিয়ে হামলা করে টেবিলের কাঁচ ভেঙেছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ তদন্ত করছে। পুলিশের তদন্তে আমরা ভরসা আছে। তারা খুঁজে বার করবে বলে আমার আশা। তিনি আরো বলেন, রাজনৈতিক কোন চক্রান্ত আছে কি না, তা তো এখনই বলা যাবে না। থাকলেও থাকতে পারে।
প্রসঙ্গতঃ, বুধবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ আসানসোলে আপকার গার্ডেনে আইন মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। ধৃত ভিক্কি কেওড়া মন্ত্রীর বাড়িতে থাকা পুলিশ কর্মীদের চোখ এড়িয়ে মলয় ঘটক যে অফিসে বসেন সেখানে ঢুকে পড়ে। হাতে থাকা একটা বড় ইঁট দিয়ে ঐ যুবক টেবিলের কাঁচ ভেঙে দেয়। আওয়াজ পেয়ে পুলিশ কর্মীরা দৌড়ে আসেন। ধরা হয় যুবককে। শব্দ পেয়ে বাড়ির দোতলায় থাকা মন্ত্রী পত্নী সুদেষ্ণা ঘটক নিচে আসেন। তখন তিনি ঘটনার কথা জানতে পারেন। তিনি এই ঘটনা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন। পরে ঐ যুবককে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
এদিন ধৃত যুবকের মা মুক্তি কেওড়া বলেন, ভিক্কি আমার বড় ছেলে। মাথার ঠিক নেই। ঘরের সব জিনিস নষ্ট করে দিয়েছে। এইসব কারণে ছেলের স্ত্রী আগেই ছেড়ে চলে গেছে। আমিও বাড়িতে থাকিনা। বুধবার সন্ধ্যায় শুনি ছেলে এই কান্ড করেছে।