KULTI-BARAKAR

কুলটিতে নেতাজীর জন্মজয়ন্তী পালন, ৫০০ জনকে শীতবস্ত্র বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের

বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ সারা দেশ তথা বাংলার অন্যান্য জায়গার সেই আসানসোলের কুলটির বেজডি কোলিয়ারি এলাকায় বৃহস্পতিবার সকালে যথাযথ মর্যাদার সঙ্গে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মজয়ন্তী পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। এক অনুষ্ঠানে এলাকার বাসিন্দাদের সঙ্গে নেতাজীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিজেপি নেতা। পরে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এলাকার ৫০০ জন মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। পরে বিজেপি নেতা বলেন, এলাকার বাসিন্দাদের সঙ্গে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়েছে। তার মতো বীর সেনানীর আদর্শ আমাদের সবার মেনে চলা উচিত।


প্রসঙ্গতঃ, কুলটির বেজডি কোলিয়ারির চৌমাথা মোড়ে অবহেলায় পড়েছিলো নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি। সংস্কারের অভাবে মূর্তি জরাজীর্ণ হয়েছিল। সেই কথা এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানার পরে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ২০২৪ সালে সেই মূর্তির সংস্কার করেন। নতুন রুপের নেতাজীর মূর্তির ২০২৪ সালে ২৩ জানুয়ারি উদ্বোধন করা হয়েছিলো। এই বছর সেই মূর্তির পাদদেশে ২৩ জানুয়ারি পালন করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *