RANIGANJ-JAMURIA

নেতাজির জনসভা দেখে অনুপ্রাণিত ক্লাবে হল দাবা প্রতিযোগিতা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : নেতাজির জনসভা দেখে অনুপ্রাণিত হয়ে গড়ে তোলা হয়েছিল ক্লাব। আজও নেতাজির জন্ম দিবস উদযাপন উপলক্ষে সেই ক্লাবে নেতাজির জন্মদিনে হয়ে থাকে নানা অনুষ্ঠান, এবারও তার ব্যতিক্রম হল না। রানীগঞ্জে নেতাজির আগমনের কথা স্মরণে রেখে একসময় রানীগঞ্জের একদল যুব সদস্য 1965 সালে রানীগঞ্জের পৌরসভার সামনেই শরীর চর্চা ও সুস্থ দেহ, মন গঠনের লক্ষ্যে, গড়ে তুলেছিল ফ্রেন্ডস ইউনিটি সেন্টার নামের ক্লাব। সে সময় ক্লাবের সদস্যরা নেতাজির ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে প্রত্যহই ক্লাব চত্বরে বেয়াম চর্চার জন্য পৃথক ব্যবস্থা গ্রহণ করতেন আর তার সাথেই লাগোয়া এলাকার চার্চ সংলগ্ন অংশে এই ক্লাবটি গঠিত হওয়ায় ক্লাবের সকল সদস্যই ছিলেন নানান ধর্মাবলম্বী।

সে সময় ক্লাবের প্রবীণ সদস্য প্রয়াত অজয় দাস , স্বপন কর্মকাররা বিশেষভাবে উদ্যোগ নিয়ে তৎকালীন সময়ে ক্রিকেটের প্রচলন বাড়িয়ে তোলার লক্ষ্যে, সিঙ্গেল উইকেট টুর্নামেন্ট শুরু করেন। পরবর্তীতে ক্রাম বোর্ড টেবিল টেনিস সহ নানান খেলাধুলার চর্চা হতে থাকে এই ক্লাবটিতে। এবারও সেই নেতাজীর স্মরণে নেতাজির 129 তম জন্ম দিবসে তার প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এ বছর থেকে এলাকার যুব সদস্যদের মেধা অন্বেষণের উদ্দেশ্যে দাবা প্রতিযোগিতার আয়োজন করেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার এই বিশেষ দিনে ক্লাবের সামনেই জাতীয় পতাকা উত্তোলন করে ক্লাব উদ্যোক্তারা ক্লাব প্রাঙ্গনেই দুটি বিভাগে দাবা প্রতিযোগিতার আয়োজন করেন। যেখানে এদিন অমিটার হিসেবে উপস্থিত হন বিশিষ্ট দাবারু সুরজিৎ নন্দী ও রাজীব গুপ্তা।

তাদেরই তত্ত্বাবধানে এখানে সর্বসাধারণ বিভাগে প্রায় 22 জন প্রতিযোগী ও অনূর্ধ্ব 15 বছর বিভাগে প্রায় 25 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তারই মধ্যে এবার সর্বসাধারণ বিভাগে সেরা স্থান দখল করে অন্ডাল এর বিশিষ্ট দাবাড়ু অনিকেত দাস, সেখানেই রানার আপন ওম বাউরী আর দ্বিতীয় স্থান দখল করেন রানীগঞ্জেরই সৌর সিনহা । আর সেখানেই অনূর্ধ্ব 15 বছরের এই প্রতিযোগিতায় দীর্ঘক্ষণ বেশ কয়েকজন প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে সেরা দাবারু হিসেবে শীর্ষস্থান দখল করে রানীগঞ্জেরই অতনু দাস, সেখানেই রানার আপ হয় শঙ্খ শুভ্র দাশগুপ্ত, আর তৃতীয় স্থান দখল করে তন্ময় শর্মা। এদিনের এই দাবা প্রতিযোগিতায় বিশেষভাবে উপস্থিত হাতে দেখা যায় বিশিষ্ট চিকিৎসক তথা ক্লাব কর্মকর্তা বিমলেন্দু শেঠ, সংস্থার কার্যকরী সম্পাদক তপন কর্মকার, গৌতম ঘোষ,অরুন গরাই,প্রদ্যুৎ দত্ত
বিশ্বজিৎ দাস প্রমূখ। এদিন সফল সকল দাবারুদের পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় সেখানেই দুটি বিভাগের সফল 2 সেরা দাবার উপায় রুপোর পদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *