খোলা মুখ খনিতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : বেসরকারি খোলা মুখ খনিতে দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের । নিচের নাম অনন্ত শীল । খনি চত্বরে গাড়ি চাপা পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ । ঘটনার জেরে উত্তেজনা রয়েছে খনি চত্বরে । বৃহস্পতিবার রাত্রি ৯ টা ১৫ নাগাদ বনবহাল সংলগ্ন একটি বেসরকারি খোলা মুখ খনি চত্বরে মৃত্যু হয় অনন্ত শীল (৪৫) নামে ওই সংস্থার এক কর্মীর । ছোড়া গ্রামের বাসিন্দা অনন্ত বাবু সাইকেলে করে ডিউটি যাচ্ছিলেন । খনি চত্বরে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় ।
কোন বড় গাড়ির ধাক্কাতে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ । মৃত্যুর খবর চাওর হতেই খনি চত্বরে ভিড় যেমন মৃতর পরিবার পরিজন ও স্থানীয়রা । শুরু হয় বিক্ষোভ । বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় খনির ট্রান্সপোর্ট । ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । দশটা নাগাদ শেষ খবর পাওয়া পর্যন্ত খনি চত্বরে মৃতদেহ পড়ে থাকে, সেই সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা বলে স্থানীয় সূত্রে খবর ।