জাতীয় নির্বাচন কমিশনে পুরষ্কৃত পশ্চিম বর্ধমানের জেলাশাসক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ভোটার তালিকা তৈরিতে ভালো কাজ ও ২০২৪ এর লোকসভা নির্বাচনে সচেতনতার প্রচারে অভিনবত্ব আনার জন্যে রাজ্যের চার জেলাশাসক বা ডিএমকে পুরস্কৃত করছে জাতীয় নির্বাচন কমিশন। প্রধানতঃ, ভোটার তালিকা সংশোধনের কাজ ও গত লোকসভা নির্বাচনে অভিনবভাবে প্রচার কৌশলের বিচারে আজ শনিবার জাতীয় ভোটার দিবসে এই চার জন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) পাবেন জাতীয় নির্বাচন কমিশনের স্বীকৃতি বা পুরষ্কার ।




ভোটার তালিকার উন্নতি, ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা ও তালিকায় নতুন ভোটার সংযোজনের ক্ষেত্রে ভালো পদক্ষেপ নেওয়ার জন্য পুরষ্কার পাচ্ছেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন। ভোটদানের ক্ষেত্রে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজে সাড়া জাগানো পদক্ষেপের জন্য পুরষ্কৃত করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত ও জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিনকে।
প্রসঙ্গতঃ, আজ শনিবার অন্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে।