আসানসোল ইএসআই হাসপাতালে চালু একাধিক নতুন পরিসেবা ও প্রকল্প, উদ্বোধনে মন্ত্রী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক শনিবার আসানসোলের ইএসআই হাসপাতালে নতুন দুটি চিকিৎসা পরিসেবা সংক্রান্ত মেশিন, নতুন অডিটোরিয়াম হল ও একটি নতুন জল প্রকল্পের উদ্বোধন করেন। যে দুটি মেশিন উদ্বোধন করা হয় সেগুলো হলো ল্যাপ্রোস্কোপিক ও সি-আর্ম। এছাড়াও ইএসআই হাসপাতালে এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো। ফলক উন্মোচন করে প্রকল্প ও স্বাস্থ্য পরিসেবা সংক্রান্ত মেশিনের উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও তিনি রক্তদান শিবিরে রক্তদাতা ও হাসপাতালে সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষণ নেওয়া মেয়েদের সার্টিফিকেট প্রদান করেন।




এই উপলক্ষে হওয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর( প্ল্যানিং) ডাঃ ময়ুখ রায়, ইএসআই হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অতনু ভদ্র, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, অনিমেষ দাস, ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায় ও হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা।

অনুষ্ঠানে মলয় ঘটক বলেন, ২০১১ সালের আগে রাজ্যে ইএসআই ক্ষেত্রে বলতে গেলে কিছুই ছিলোনা। আসানসোল সহ রাজ্যের ১৩ টি ইএসআই হাসপাতালের অবস্থা কেমন ছিলো, তা সবার জানা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় ২০১১ সালে সরকার গঠন হওয়ার পরে সব ইএসআই হাসপাতালের হাল ফিরেছে।