PANDESWAR-ANDAL

বাস বাইক সংঘর্ষে প্রান গেল একজনের

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : বাস বাইক সংঘর্ষে প্রাণ গেল একজনের । মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় ভান্ডারী । ৬০ নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বর এরিয়া মোড়ের ঘটনা ।‌ রাস্তা খারাপের জন্য দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের ।
রবিবার দুপুর তিনটে নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বর এরিয়া মোট সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে বাস ও বাইকের সংঘর্ষে প্রাণ যাই ধনঞ্জয় ভান্ডারী (৪০) নামে এক ব্যক্তির । পাণ্ডবেশ্বর বাজার এলাকার বাসিন্দা ধনঞ্জয়বাবুর এরিয়া অফিস মোড়ে একটি সেলুন রয়েছে ।

এদিন সেলুনে কাজ ছেড়ে বাইকে করে তিনি বাড়ি ফিরছিলেন । পেট্রোল পাম্পের কাছে আসানসোল সিউড়ি গামী একটি বড় বাসের সাথে তার বাইকের সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ধনঞ্জয় বাবুর । স্থানীয়রা জানান বাইপাস রোডটির অবস্থা বেহাল । খারাপ রাস্তার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে । দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *