ASANSOL

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী শচীন রায়কে সম্বর্ধনা আসানসোল সুভাষ সমিতির

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল সুভাষ কমিটির পক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে আসানসোলের এসবি গরাই রোডের রামসায়ের ময়দানে গত ২৩ জানুয়ারি থেকে ৫ দিনের সুভাষ উৎসব ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই সময়কালে শিক্ষা এবং সমাজসেবা মুলক কাজের ক্ষেত্রে দুর্দান্তঅবদানের জন্য আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজকর্মী শচীন রায়কে সম্মানিত করলো সুভাষ সমিতি।


আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী শচীন রায় অ্যাসানসোল ও তার আশপাশের এলাকায় দীর্ঘ সময় শিক্ষা এবং সামাজিক কাজ করে আসছেন।
শচীন রায় আজ থেকে ২৫ বছর আগে আসানসোল নর্থ পয়েন্ট স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এর মাধ্যমে তিনি শিক্ষার ক্ষেত্রে শিশুদের বিকাশের জন্য যে কাজ শুরু করপছিলেন তার ২৫ বছর পূর্ণ হলো।
শচীন রায় শুধু শিশুদেরই নয়,শিক্ষার উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন।


তার এই প্রচেষ্টা এবং চিন্তাভাবনাকে সম্মান জানাতে সুভাষ সমিতির পক্ষ থেকে তাকে এই সম্মান দেওয়া হয়।শিক্ষা ও সমাজের ক্ষেত্রে শচীন রায়ের মাধ্যমে
অনগ্রসর শ্রেণীকে এগিয়ে আনার ক্ষেত্রে প্রচেষ্টা চলছে, তাই তাকে সম্মানিত করা হয়েছে বলে জানানো হয়েছে। তাকে এই সম্মান দেওয়ায় সুভাষ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শচীন রায়।
তিনি বলেন, আমি সর্বদা চেষ্টা করি যে শ্রেণীটি এখনও সমাজের প্রধান অংশ তার জন্য কোন কাজে লাগতে পারি৷ 

আসানসোল নর্থ পয়েন্ট স্কুল সমাজের এই অংশের শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করে, যাতে তাদের শিক্ষাগত এবং সর্বাত্মক উন্নয়নে কোনকিছু বাধা না হয়ে উঠে। রবিবার দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের দিন হওয়া সম্মান জানানোর এই অনুষ্ঠানে  প্রাক্তন বিধায়ক ও আইনজীবী অমিতাভ মুখোপাধ্যায়, ওয়ার্ড কাউন্সিলর উৎপল রায় সহ সুভাষ সমিতির সমস্ত সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *