ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ রেখে জাতীয় সড়ক অবরোধ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী ও সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর :- গতকাল রবিবার দুপুরে পাণ্ডবেশ্বরের ৬০ নম্বর জাতীয় সড়কে একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ধনঞ্জয় ভান্ডারী। যিনি পেশায় একজন সেলুন ব্যবসায়ী। ধনঞ্জয় তাঁর মোটরবাইকে যাওয়ার সময় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়।




সোমবার তাঁর শোকস্তব্ধ পরিবার এবং স্থানীয় বাসিন্দারা এদিন মৃতদেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিবারের দাবি, ধনঞ্জয়ের দুই সন্তান—এক পুত্র ও এক কন্যার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভে পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
ঘটনাস্থলে উপস্থিত হন পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা যমুনা ধীবর। তিনি ধনঞ্জয়ের পরিবারের সঙ্গে কথা বলেন এবং পুলিশের তরফে আশ্বাস দেন যে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী, ৬০ নম্বর জাতীয় সড়কের মেরামতির কাজ দ্রুত শুরু করার কথাও তিনি জানান।
পুলিশের আশ্বাস এবং যমুনা ধীবরের হস্তক্ষেপে বিক্ষোভ শেষ হয়।