DURGAPUR

দুর্গাপুর আপডেট পত্রিকার দ্বাদশ বর্ষপূর্তি

বেঙ্গল মিরর,  দুর্গাপুর : দুর্গাপুর আপডেট পত্রিকার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে দুর্গাপুরের পুরসভার বিধানচন্দ্র রায় হলে পত্রিকা প্রকাশ ও  সাংবাদিকতা বিষয়ক একটি বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল ।এই অনুষ্ঠানে ঐ পত্রিকার উদ্বোধন ছাড়াও সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্যের ৫০ বছরের সাংবাদিকতা প্রসঙ্গে তাকেও বিশেষভাবে সম্বর্ধিত করা হয়।
এই পত্রিকার টানা ১২বছর চালিয়ে যাবার জন্য সম্পাদক সঞ্জীব সুইয়ের কলমের উচ্ছসিত প্রশংসা করেন এবং নানান প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিও পত্রিকাটিকে যেভাবে নিয়মিত তিনি চালিয়ে যাচ্ছেন তাও বিশেষ উল্লেখযোগ্য বলে জানান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।


মহকুমা শাসক ওই অনুষ্ঠানে পত্রিকাটি প্রকাশ করে বলেন নানান প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও এই ধরনের একটি পত্রিকাকে নিয়মিত  চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। এই সংখ্যাটির নানান খবরের কথাও তিনি প্রসঙ্গত উল্লেখ করেন। একইভাবে শুভেচ্ছা জানান দুর্গাপুর পৌরসভার প্রশাসক ধর্মেন্দ্র যাদব।


বিশ্বদেব ভট্টাচার্যের ৫০ বছরের সাংবাদিকতা ও তার কবিতা আবৃত্তি সামাজিক কাজ সর্বোপরি রেলের উপদেষ্টা কমিটিতে তাকে নির্বাচন নিয়ে আলোচনা করেন প্রবীণ সাংবাদিক দুঃসাহস পত্রিকার সম্পাদক বিপিন কুমার। এক্সপ্রেস নিউজ এবং এক্সপ্রেস পত্রিকার প্রধান সম্পাদক মদন সিং একইভাবে বিশ্বদেব বাবুর প্রসঙ্গ টেনে পুরনো দিনের ছোট সংবাদপত্র গুলির ভূমিকা এবং আজকে সেই সংবাদপত্রগুলিকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এখন এইসব পত্রিকা কি ধরনের সমস্যায় ভুগছে তাও উল্লেখ করেন।


বিশ্বদেব ভট্টাচার্য দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের গত পঞ্চাশ বছরে প্রধানত কি ধরনের সাংবাদিকতা হয়েছে, কি ধরনের সংবাদপত্র প্রকাশিত হতো এবং সাংবাদিকদের নিজস্ব যে কর্মশালা প্রয়োজনীয়তা ছিল তার বিস্তারিত তথ্য সহ ইতিহাস তুলে ধরেন। সমাজ মাধ্যমে সংবাদপত্রের ভূমিকা আগামী দিনে কি হতে পারে তারও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন সোশ্যাল মিডিয়া, পোর্টাল নিউজের সাথে পাল্লা দিয়ে প্রিন্ট মিডিয়ায় আগামী দিনে কিন্তু বেঁচে থাকবে ও রাজত্ব করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *