আসানসোল পূর এলাকায় এবার কয়লা বা পাতা পোড়ালে দিতে হবে জরিমানা
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য্য, আসানসোল: (Asansol Latest News Update) খনি শিল্পাঞ্চলের পুর এলাকায় কয়লা পোড়ালে এবার জরিমানা দিতে হবে। এই টাকার পরিমাণ ৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত হবে। সম্ভবত আগামী মাস থেকেই আসানসোল পুরসভা এই নিয়ম লাগু করবে। হোটেল, মিষ্টির দোকান বা অন্যান্য জায়গাতেও এই নিয়ম প্রযোজ্য হবে। একইভাবে শুকনো পাতায় আগুন লাগালে ৫০ টাকা জরিমানা দিতে হবে। এই কাজের জন্য পুরসভার বিশেষ ইমেইল বা ফোন নাম্বারে এই অভিযোগ জানানো যাবে বলে জানান পুরসভার চেয়ারম্যান অমর চট্টোপাধ্যায় ।তিনি বলেন আমাদের পুরসভার বোর্ডের বৈঠকে এ বিষয়টি ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে। আগামী মাসের বৈঠকে আমরা এটার কনফার্মেশন করব এবং তারপরেই চালু করে দেয়া হবে। আমরা দূষণ রুখতে নানান ধরনের ব্যবস্থা নিয়েছি। যে কারণে আমরা এখন অনেকটাই এগিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আর্থিক পুরস্কার পেয়েছি। দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সারাদেশে আগেই যেখানে আমরা ৩৫ তম স্থানে ছিলাম এখন সেটা ২২ তম স্থানে উঠে এসেছি।




আসানসোল পুরসভা এলাকায় কুলটি,জামুরিয়া ,রানীগঞ্জআসানসোল, এসব অঞ্চলে কাঁচা কয়লাপোড়ানোর একটা প্রবণতা আছে ।এছাড়াও বহু মিষ্টির দোকান ,হোটেল ,বিভিন্ন খাবারের দোকান ,এমনকি লজেও কোথাও কোথাও কাচা কয়লা পোড়ানো হয় রান্নার জন্য। এতে ব্যাপকভাবে বাতাসেই দূষণ ছড়ায় । পুরসভার এই সিদ্ধান্তে অবশ্য পরিবেশ কর্মীরা খুশি ।তারা মনে করেন বিষয়টি কার্যকরী হলে অবশ্যই শহরের অনেক কাজে লাগবে। অন্যদিকে ছোট ছোট হোটেল বা মিষ্টির দোকানের বক্তব্য যখন বড় বড় ইট ভাটায় কয়লা পোড়ানো হচ্ছে এবং দূষণ হচ্ছে তখন তাদের জন্য পুরসভা কি ব্যবস্থা নেবে আগে তারা সেটা ঠিক করুন। বহু জায়গায় রাস্তায় বিটুমিন বা পিচ যখন দেয়া হয় তখন কয়লার আগুনে সেই পিচ গলানো হয়। সেটা সরকারি ঠিকাদাররা কি করে করেন? আমাদের রান্নার গ্যাসের যে বিরাট দাম বেড়েছে তা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে তা দিয়ে বেশিদিন দোকান বা হোটেল, রেস্টুরেন্ট চালানো সম্ভব নয়। লাভ তো দূরের কথা ব্যাপক ক্ষতি হবে।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে সুদীপ ভট্টাচার্য বলেন এটা অত্যন্ত ভালো উদ্যোগ হবে ।তার বক্তব্য ইতিমধ্যেই ফুটপাতে যারা আগুন জ্বালিয়ে নানান ধরনের ছোটখাটো ব্যবসা করেন তাদের পক্ষ থেকে ওদের শতাধিক মানুষকে বিশেষ ধরনের উনুন দেওয়া হয়েছিল যেখানে কয়লা পোড়ানো হবে না।