আসানসোলে পথ নিরাপত্তা সপ্তাহ পালন : আরটিওর উপস্থিতিতে হেলমেট বিলি, সচেতনতায় প্রচার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে। এর মাধ্যমে সাধারণ মানুষ বিশেষ করে গাড়ি চালকদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। যাতে সড়ক দুর্ঘটনা রোধ করা যায়। এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয় বুধবার আসানসোলের জিটি রোডের ভগৎ সিং মোড়ে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে।
এদিনের এই যৌথ প্রচেষ্টায় ট্রাফিক নিয়ম সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য এবং বিশেষ করে দুচাকার গাড়ি চালকদের হেলমেট পরার বিষয়ে সচেতন করার জন্য আরটিও মৃন্ময় মজুমদার রাস্তায় নেমেছিলেন।




এই বিষয়ে আরটিও মৃণ্ময় মজুমদার বলেন, ২৭ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালনের একটা কর্মসূচি নেওয়া হয়েছে। সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য একটা প্রচার চালানো হচ্ছে গোটা বাংলায়। সপ্তাহ পালনের মুল উদ্দেশ্য, এর মাধ্যমে ট্রাফিক নিয়ম সম্পর্কে অবহিত করা। জেলা প্রশাসন এবং পুলিশ কমিশনারেটের সহযোগিতায় এদিন দুচাকার গাড়ি চালানোর সময় হেলমেট পরার প্রয়োজনীয়তা সম্পর্কে চালকদেরকে বলা হচ্ছে । তিনি আরো বলেন, এদিন হেলমেট না পড়া কিছু লোকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি কিছু চালককে হেলমেটও দেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফে।