BARABANI-SALANPUR-CHITTARANJAN

স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপু উপাধ্যায় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে জয়ী
সৌমেন ইলেভেন

বেঙ্গল মিরর, কাজল মিত্র : বারাবনি ব্লকের জামগ্রাম আঞ্চলিক তৃনমূল কংগ্রেস এর উদ্যোগে স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপু উপাধ্যায় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১১ তম ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো জামগ্রাম সিধু কানু ফুটবল ময়দানে। এদিনের ফাইনাল  খেলায় মুখোমুখি হয়েছিল
জে এম ডি কন্যাপুর  ভার্সেস সৌমেন ইলেভেন ।প্রথমে টসে জিতে সৌমেন ইলেভেন ফিল্ডিং করে অপরদিকে জেএমডি কন্যাপুর 10 ওভার শেষে 4 উইকেটে বিনিময়ে 135 রান করে এবং পরে সৌমেন ইলেভেন ৯ ওভার শেষে ৭ উইকেটে এর বিনিময়ে ১৩৬ রান করে  জয়ী হয়।


এদিনের এই খেলাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় , বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং,তাছাড়া বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মা সিরিয়াল এর খুদে অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য্য ,ছাড়াও উপস্থিত ছিলেন  জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত , পানুরিয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বজিৎ সিংহ ,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মালা বাউরি সহ অনেকে ।


এদিন জয়ী দলের হাতে সুন্দর ট্রফি সহ ৮০ হাজার নগদ  টাকা ও পরাজিত দলের হাতে ৬০ হাজার টাকা ও সুন্দর ট্রফি তুলে দেওয়া হয় তাছাড়া ম্যান অফ দা ম্যাচ ফাইনাল ২০০০ টাকা ,ও ম্যান অফ দা টুর্নামেন্ট ৩০০০ টাকা , পুরস্কার সহ আরো বিভিন্ন পুরস্কার খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *