প্রচুর পরিমাণ গাঁজা সহ পাঁচজন গ্রেফতার
বেঙ্গল মিরর, কাজল মিত্র : আসানসোলের কুলটি থানার ডিসেরগড় এলাকায় একটি পিকাপ ভ্যান থেকে প্রচুর পরিমাণে গাজা উদ্ধার করল কুলটি থানা পুলিশ।জানাজায় যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং কুলটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে
যৌথ ভাবে ডিসেরগড়ে সুভাষ সেতুর কাছে দুটি গাড়ি আটক করে ।
গাড়ি দুটিতে তল্লাশি চালানোর সময় দেখাযায় যে পিকআপ ভ্যানে টমেটোর আড়ালে গাঁজা পাচার করা হচ্ছিল।অন্যদিকে আরেকটি গাড়ির ডিকির ভেতরে গাঁজা রাখা ছিল।দুটি গাড়ি থেকে প্রায় ২ কুইন্টাল গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।এই ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।এত পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ।