DURGAPUR

দুর্গাপুরের গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে ফোর লেন, শিলান্যাসে মন্ত্রী

আড্ডা ব্যয় করবে ৬ কোটি টাকা

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* বাড়ছে শহরের বহর। জনসংখ্যার পাশাপাশি যানবাহন বৃদ্ধি অনেকটাই চাপ বাড়িয়ে দিয়েছে শিল্পাঞ্চল দুর্গাপুরের। ইতিমধ্যেই আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার পক্ষ থেকে গান্ধী মোড় থেকে বিধাননগর পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ ফোর লেনের কাজ শুরু হয়েছে। এবার শিল্পাঞ্চলবাসী পেতে চলেছে আরো একটি উপহার।  ডিএমসি মোড় থেকে কবিগুরু সরণী পর্যন্ত রাস্তা ফোর লেন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কাজ শুরুর শিলান্যাস হলো শুক্রবার দুর্গাপুরের আড্ডা অফিসের সামনে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পুরনিগমের বোর্ড বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম।


এই প্রসঙ্গে আড্ডার চেয়ারম্যান কবি দত্ত বলেন, শহর নানাভাবে বেড়ে উঠছে। চাপ বাড়ছে যানবাহনের। তাই শহরের গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষাকারী রাস্তাগুলি ফোর লেন করা হচ্ছে l ফোর লেনের সঙ্গে হবে বিউটিফিকেশন। তৈরি হবে ফাউন্টেন। লাগানো হবে পর্যাপ্ত লাইট। কোথাও কোথাও বসবে মূর্তিও। এইসব কিছু করতে ৬ কোটি টাকা খরচ হবে।
অন্যদিকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,  শহর দুর্গাপুরের উন্নয়ন খুব দ্রুতগতিতে হচ্ছে l মানুষের প্রয়োজনের কথা ভেবেই এইসব উন্নয়নের কাজ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *