রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ বিভিন্ন বাড়িতে চুরির তিন অভিযুক্তকে ধরল
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- রূপনারায়ানপুর বিভিন্ন বাড়িতে চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজন ওয়ান্টেড চোরকে ধরলো সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ।জানা যায় এক কয়েক মাস ধরে পিঠাকেয়ারী,রূপনগর,শান্তশ্রীপল্লী, ওয়েস্ট রাঙামাটিয়ে সহ বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটে,পুলিশ তদন্তে নেমে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় তিনজনকে গ্রেফতার করে।ধৃতদের নাম নাসিব খান,বিশাল হাড়ি এবং রাহুল হাড়ি এরা তিনজনই রূপনারায়ানপুর অঞ্চলের বাসিন্দা।ধৃত জিজ্ঞাসা বাদের পর পুলিশের কাছে তারা স্বীকার করে চুরির ঘটনা গুলির সঙ্গে তারাই যুক্ত।




পুলিশ সূত্রে জানা যায় এরা তিনজনেই চুরি,ছিনতাইর মত ঘটনার সঙ্গে যুক্ত এদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে।আজ ধৃতদের আসানসোল আদালতে পাঠানো হয়।পুলিশ তদন্ত সাপেক্ষে ১০দিনের পুলিশি হেফাজতে চাই।তবে পুলিশ সূত্রে জানা যায় এদের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে তাদেরও তল্লাশি করছে পুলিশ।