কেন্দ্রীয় সাধারণ বাজেটে আয়করে ছাড়ের প্রস্তাব, স্বাগত জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার লোকসভায় সাধারণ বাজেট পেশ করেন। এবারের বাজেটে তিনি মধ্যবিত্তদের জন্য ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কর ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এর বাইরেও তিনি সাধারণ বাজেটে আরও অনেক ঘোষণা করেছেন।
কেন্দ্রীয় সাধারণ বাজেট নিয়ে শনিবার আসানসোলের জিটি রোডের একটি বেসরকারি হোটেলে বনিকসভা আসানসোল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল।




সেই সভায় বাজেট নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছিল। আরপি খৈতান, গৌরী শঙ্কর আগরওয়াল, শচীন রায়, বিনোদ গুপ্ত, কৃষ্ণ প্রসাদ, সতপাল সিং কির পিঙ্কি, সঞ্জয় তেওয়ারি ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। তারা কেন্দ্রীয় বাজেটের উপর তাদের মতামত প্রকাশ করেন। বলতে গেলে সকলেই বাজেট নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বাজেটে মধ্যবিত্তদের জন্য আয়করে ছাড় দেওয়ার প্রস্তাবকে বনিকসভার পদাধিকারীরা স্বাগত জানান। এর পাশাপাশি, বাজেটে পরিকাঠামোগত উন্নয়নের প্রস্তাবগুলিকেও চেম্বারের সদস্যরা স্বাগত জানিয়েছেন। তবে চেম্বারের সদস্যরা বলেন, বাংলা বঞ্চিত হয়েছে এই বাজেটে। বাংলার জন্য এই বাজেটে কিছুই নেই এখানে এমন কোনও জায়গা নেই বা প্রস্তাব দেওয়া হয়নি যা বাংলার মৌলিক সুযোগ-সুবিধার উন্নয়নে সহায়তা করতে পারে।