ASANSOL

আসানসোলে শুরু চারদিনের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র ও সাংস্কৃতিক উৎসব

কালচারাল এন্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল” র উদ্যোগ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গলের ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে আসানসোলের রবীন্দ্র ভবনে শুরু হলো ” প্রথম আসানসোল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সাংস্কৃতিক উৎসব ২০২৫ ” । চারদিনের এই উৎসব চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে এদিন সন্ধ্যায় রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও  সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য কর্মী অভিনেতা প্রদীপ ভট্টাচার্য, চিত্র পরিচালক কৌশিক সেনগুপ্ত ও সুমন মৈত্র, বিশিষ্ট শিক্ষক নবীন চন্দ্র সিং, চিত্র শিল্পী দেবব্রত ঘোষ ও রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর।


এই অনুষ্ঠানে ফোরামের সভাপতি তথা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন,  আগে আসানসোলে চলচ্চিত্র উৎসব আয়োজন করা হতো কিন্তু কোনও কারণে সেই আয়োজন বন্ধ হয়ে যায়। আসানসোলের মানুষ চলচ্চিত্র উৎসব চান। তারা চলচ্চিত্র তারকাদের দেখতে চান। আসানসোলের মানুষেরা চলচ্চিত্র তারকাদের এতটাই ভালোবাসেন যে তারা এখান পরপর চলচ্চিত্র তারকাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে তাদের মতামত উপস্থাপনের জন্য সাংসদ বানিয়েছেন। কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আসানসোলের মানুষ তাদেরকে এতো ভালোবাসলেও, চলচ্চিত্র তারকারা চলচ্চিত্র উৎসব করা থেকে বঞ্চিত করেছন । ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত আসানসোলে চলচ্চিত্র উৎসব আয়োজন করা যায়নি। তাই ২০২৫ সালে আয়োজন করা হচ্ছে।

তিনি আরো বলেন, এই সংগঠন প্রথম দিন থেকে বলে আসছে যে এটি একটি অরাজনৈতিক অনুষ্ঠান। তাই এমন একটি অনুষ্ঠানে সমাজের সকল শ্রেণীর মানুষ এবং সকল রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, এই উৎসব কোন রাজনীতির সাথে সম্পর্কিত নয় । যারা চলচ্চিত্র ভালোবাসেন, যারা চান আসানসোলে আবারও এমনটা হোক, তাদের সবাইকে এই উৎসব আয়োজনে জড়িত হওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আগামী কয়েকদিন আসানসোলের মানুষ বিশ্বের সেরা চলচ্চিত্রগুলির মধ্যে থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলি দেখার সুযোগ পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে ” আসানসোল রত্ন ” সম্মান দেওয়া হয় দেবব্রত ঘোষ , প্রবীর ধর ও নবীন চন্দ্র সিংকে। উদ্যোক্তারা জানিয়েছেন, রবীন্দ্র ভবনে চলচ্চিত্র দেখানো হবে ও রবীন্দ্র ভবনের বাইরে মুক্তমঞ্চে হবে সাংস্কৃতিক উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *