PANDESWAR-ANDAL

রেলের উচ্ছেদ অভিযান বিক্ষোভের মুখে আধিকারিকরা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, অন্ডাল :   বুধবার অন্ডালের উখড়া শংকরপুর রেলগেট সংলগ্ন এলাকায় রেলের জায়গা দখল করে থাকা বেশ কিছু অবৈধ নির্মাণ ভাঙতে আসে ও রেলের সুরক্ষা বল। রেলের জায়গায় গড়ে ওঠা দুটি পরিত্যক্ত বাড়ি ভাঙার পর স্থানীয় মানুষদের বিক্ষোভের মুখে পড়তে হয় রেলের আধিকারিকদের। স্থানীয়দের মাথার মুখে পড়ে রেলের উচ্ছেদ অভিযান বন্ধ করে ফিরে যায় রেলের সুরক্ষা বলের লোকজন।



ঘটনার খবর পেয়ে এই ঘটনার স্থলে পৌঁছায় উখড়া পঞ্চায়েতের তৃণমূল উপ প্রধান সরণ সাইগল ও তার অনুগামীরা। স্থানীয় বাসিন্দা আলম শেখ জানান, দীর্ঘ বছর ধরে তারা এই এলাকায় বাস করছে না আজ হঠাৎ করে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে নামলে তারা যাবেন কোথায়? স্থানীয়দের দাবি তাদের পুনর্বাসন দিক রেল কর্তৃপক্ষ তারপরই তাদের উচ্ছেদের কথা ভাববেন। আলম বাবু জানান পুনর্বাসন না হলে রেলে উচ্ছেদ অভিযানে তারা বারবার এভাবেই বাধা দেবেন। স্থানীয়দের বাধার মুখে পড়ে উচ্ছেদ অভিযান বন্ধ করেই ফিরতে হয় রেল আধিকারিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *