ASANSOL-BURNPUR

ছাত্র যুব ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে দশম বার্নপুর রোড রেস

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ দশম বার্নপুর রোড রেস আসানসোল পুরনিগমের কাউন্সিলর অশোক রুদ্রের নেতৃত্বে ছাত্র যুব ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত হলো বৃহস্পতিবার। এই রোড রেসে শুধু আসানসোল বা বার্নপুর নয়, দেশের বিভিন্ন রাজ্যের দৌড়বিদরাও অংশ নেন। আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , সমাজকর্মী কৃষ্ণ প্রসাদ, শিল্পপতি পবন সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই রোড রেসে অল ইন্ডিয়া বয়েজ বিভাগে আকাশ রায় ও গার্লস বিভাগে সন্ধ্যা যাদব এবং আসানসোল সাব-ডিভিশন অনূর্ধ্ব ১৮-এ প্রথম হয়েছেন বিক্রম বাউরি ও অদিতি রজক।


এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিধান উপাধ্যায় বলেন, প্রতি বছর অশোক রুদ্রের নেতৃত্বে এই রোড রেস আয়োজন করা হয়, যা সত্যি প্রশংসনীয়। এর ফলে যুব সমাজে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। যা আজকের সমাজে খুবই গুরুত্বপূর্ণ। তিনি এই আয়োজনের জন্য অশোক রুদ্রকে অভিনন্দন জানান। মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় অশোক রুদ্রকে এই রোড রেস আয়োজনের জন্য অভিনন্দন জানান। তিনি আরো বলেন, অশোক রুদ্রের নেতৃত্বে যেভাবে এই রোড রেস আয়োজন করা হয়েছে, তা প্রশংসা না করে থাকা যায় না। এর মাধ্যমে তিনি যুব সমাজকে উদ্বুদ্ধ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *