পশ্চিম বর্ধমান জেলায় ৮৭ টি কেন্দ্র, ৩১ হাজারেরও বেশি পরীক্ষার্থী
আসানসোলে মহকুমাশাসকের উপস্থিতি মাধ্যমিক পরীক্ষা নিয়ে সাবডিভিশন স্তরে প্রস্তুতি বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি। এই পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মাধ্যমিক পরীক্ষা সকাল পৌনে এগারোটা থেকে শুরু হয়ে চলবে দুপুর দুটো পর্যন্ত।
বুধবার সেই মাধ্যমিক পরীক্ষাকে নির্বিঘ্নে করতে আসানসোলে মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্যের উপস্থিতিতে আসানসোল সাবডিভিশন স্তরে একটি প্রস্তুতি বৈঠক হয়। মহকুমাশাসকের কার্যালয়ে হওয়া এই বৈঠকে আসানসোল পুরনিগম ও মহকুমার চারটি ব্লকের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠকে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের মধ্যে ডিআই (মাধ্যমিক), ব্লকের বিডিও, পুলিশ, দমকল , বন, ডাব্লুবিএসইসিএল, স্বাস্থ্য, মধ্য শিক্ষা পর্যদের দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক এবং যৌথ আহ্বায়ক উপস্থিত ছিলেন।
জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিক পরীক্ষার সেন্টার বা ভেনুর সংখ্যা ৮৭। তার মধ্যে আসানসোল মহকুমা ও দুর্গাপুর মহকুমায় সেন্টারের সংখ্যা ৫১ ও ৩৬। আসানসোল মহকুমার মধ্যে আসানসোল পুরনিগমে সেন্টারের সংখ্যা ৩৮ ও বাকি ১৩ টি রয়েছে চারটি ব্লকে। পশ্চিম বর্ধমান জেলায় এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজারেরও বেশি। তার মধ্যে ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী রয়েছে আসানসোল মহকুমায়।
আসানসোলের মহকুমাশাসক ( সদর) বলেন, গত ৩০ জানুয়ারি জেলাশাসক এস পোন্নাবলম পশ্চিম বর্ধমান জেলার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই পর্যালোচনা বৈঠক করেছেন। এদিন আসানসোল সাবডিভিশন স্তরে বৈঠক করা হয়েছে। এই বৈঠকে সংশ্লিষ্ট সব দপ্তরের আধিকারিকরা ছিলেন। পরীক্ষা নির্বিঘ্নে করতে কি করতে হবে, তা বলা হয়েছে। গোটা আসানসোল মহকুমায় পরীক্ষার্থীরা যাতে ভালভাবে পরীক্ষা কেন্দ্রে আসতে পারেন ও পরীক্ষা শেষে বাড়ি যেতে পারেন, তার সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কোন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়লে, তাকে দেখার জন্য মেডিকেল টিম থাকবে। তারা পরীক্ষা করে দেখার পরে যদি মনে হয়, হাসপাতালে ভর্তি করার প্রয়োজন আছে, তাহলে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হবে। তারজন্য আলাদা করে জেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের করা থাকবে। রাস্তায় রাস্তায় ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে পুলিশকে বলা হয়েছে। বিদ্যুৎ বন্টনে যাতে কোন সমস্যা না হয়, তারজন্য রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।