আসানসোলে ভোজ্য তেলে ভেজালের অভিযোগ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* সরষের তেলে ভেজালের অভিযোগে শুক্রবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবির আধিকারিকদের একটি দল আসানসোল উত্তর থানার অন্তর্গত শীতলা মোড়ের কাছে একটি বেসরকারি কোম্পানির গোডাউনে হানা দেয়। ইবির দলটি পরীক্ষার জন্য সেখান থেকে তেলের নমুনাও সংগ্রহ করেছো।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2025/02/img_20250207_1650571699146452594097875-500x284.jpg)
একটি সূত্র জানায়, সরষের তেলে ভেজালের অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি। এখানে নামকরা ব্র্যান্ডের ভোজ্য তেলে ভেজাল রয়েছে বলে ইবির আধিকারিকদের কাছে খবর আসে ।
তার ভিত্তিতে এদিন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা পুঙ্খানুপুঙ্খভাবে ঐ গোডাউনে তল্লাশি চালিয়ে সরষের তেল ও ভোজ্য তেলের বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। এইসব নমুনা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। ল্যাবের রিপোর্ট এলে বোঝা যাবে তেলে ভেজাল ছিল কি না। তারপরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে ইবি সূত্রে জানা গেছে ।
তবে ঐ বেসরকারি কোম্পানির মালিক ইন্দ্র প্রসাদ সাউ, তেলে ভেজালের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমার এখানে পুরানো টিনে তেল ভর্তি করা হয়। শুধুমাত্র রাজস্থান থেকে সরষের তেল এবং বর্ধমান থেকে চালের তুষের তেল এনে প্যাকেজিং করা হয়। কোনো ভেজাল তেল বিক্রি হয়না।