আসানসোলে শুরু ” ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার “, উদ্বোধনে মন্ত্রী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol Trade Fair 2025 ) আসানসোল চেম্বার অফ কমার্সের সহযোগিতায় কলকাতার সিসিজি মার্কেটিং অ্যান্ড সার্ভিসের উদ্যোগে আসানসোলের পোলো গ্রাউন্ডে শনিবার থেকে শুরু হলো ” ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার”। এদিন এক অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , সিসিজির মার্কেটিং সিইও চন্দন চট্টোপাধ্যায় , সিওও অরিন্দম চট্টোপাধ্যায় , সিএমও রাজীব ঘোষ, আসানসোল চেম্বার অফ কমার্সের উপদেষ্টা নরেশ আগরওয়াল, সেক্রেটারি শম্ভুনাথ ঝা, সভাপতি ওম বাগাড়িয়া, সি মুরালি সহ অন্যান্যদের উপস্থিতিতে এই ফেয়ারের উদ্বোধন করেন।




অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মলয় ঘটক বলেন, এ ধরনের বাণিজ্য মেলার আয়োজন শিল্পাঞ্চলে ব্যবসায় ব্যাপক প্রসার ঘটাবে। গত বছর প্রায় ৬ কোটি টাকার টার্নওভার হয়েছিল। যা দেখায় যে এখানকার বাজার বেশ ভাল।আসানসোলে রাজ্য সরকারের করা উন্নয়নমুলক কাজের কথা এদিন তুলে ধরেন মন্ত্রী মলয় ঘটক ।
সিসিজির সিইও চন্দন চট্টোপাধ্যায় জানিয়েছেন, আসানসোল থেকে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার শুরু হয়েছিল। আজ দেশের বিভিন্ন রাজ্যে এই ফেয়ারের আয়োজন করা হচ্ছে। এবার ৬টি দেশ ও ১৬টি রাজ্যের ১৭৫টি স্টল রয়েছে। এই ফেয়ার চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।