ASANSOL

দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে পরিবেশগত স্থায়িত্ব সম্পর্কিত ৮ম আলোচনা সভা

উদ্যোক্তা বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে পরিবেশগত স্থায়িত্ব সম্পর্কিত আলোচনা ফোরাম বা সভার ৮ম সংস্করণ শনিবার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের কনফারেন্স হলে আয়োজন করা হয়। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের সহযোগিতায় দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা বিসিসিএন্ডআই এর উদ্যোক্তা। রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ডঃ জি এস পান্ডা, বিসিসিঅ্যান্ডআইয়ের প্রাক্তন সভাপতি গৌতম রায় এবং স্টিল প্ল্যান্টেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মানব সম্পদ বিভাগের এ্যাসোসিয়েট ডিরেক্টর পার্থ পি চট্টরাজ সহ অন্যান্যরা প্রদীপ জ্বালিয়ে এই আলোচনা সভার উদ্বোধন করেন।


উদ্বোধনী ভাষণে মন্ত্রী মলয় ঘটক সামগ্রিক শিল্পায়ন ও অর্থনীতিতে দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলের গুরুত্বের কথা উল্লেখ করেন। এছাড়াও, সদ্য হওয়া বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে বিপুল পরিমাণ সম্ভাব্য বিনিয়োগের প্রসঙ্গে তিনি দুর্গাপুর ও আসানসোল শিল্প ক্ষেত্রে শিল্পের প্রসার ও উন্নতির জন্য সম্ভাবনার পূর্বাভাস দেন।
মন্ত্রী মলয় ঘটক আরো বলেন, ২০১১ সালের পর শিল্পে কোন ধর্মঘট হয়নি। শ্রম দিবস নষ্ট হয়নি। আসানসোল দূর্গাপুর শিল্পাঞ্চলে শিল্পের পরিবেশ অত্যন্ত ভালো হওয়ায় গত কয়েক বছরে অনেক নতুন শিল্পও এসেছে মন্ত্রী দাবি করেন।


আলোচনা সভায় বিসিসিঅ্যান্ড আইয়ের প্রাক্তন সভাপতি গৌতম রায় আসানসোল শিল্পাঞ্চলের প্রেক্ষাপটে পরিবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন। পরিবেশগত স্থায়ীত্বের উপর অর্থনৈতিক নির্ভরতার জন্য প্রয়োজনীয় আবিষ্কার ও পদ্ধতিগুলি মেনে চলার উপর তিনি জোর দেন। তিনি বলেন, বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই অঞ্চলের শিল্প অংশীদারদের কাছ থেকে ইনপুট সংগ্রহ করবে। তার ভিত্তিতে নীতি নির্ধারনের জন্য ফোরাম থেকে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *