RANIGANJ-JAMURIA

সেন্ট্রাল টু চ্যালেঞ্জ করলো সেন্ট্রাল ওয়ানকে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : খাঁকি উর্দি বা সাদা পুলিশি পোশাকে নয়, একেবারে ব্যাট বল হাতে ক্রিকেটের ময়দানে রঙিন জার্সি পরেই রানীগঞ্জ, জামুড়িয়ার পুলিশ টিম ব্যাট বলের জাদুতে বিশাল স্কোর খাড়া করে, চ্যালেঞ্জ ছুড়ে দিল আসানসোল উত্তর ও দক্ষিণ থানার পুলিশকে। টানটান উত্তেজনাময় এই খেলার আয়োজন করা হয়েছিল, রানীগঞ্জের রবীন সেন স্টেডিয়ামে।


সম্প্রতি শীতের আবহ প্রায় শেষের মুখে ,আর ইতিমধ্যেই মৌসুমী বায়ুর প্রকোপ  বেড়েছে অনেকটাই, তাই তাপ মাত্রাও ক্রমশই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। এ সকল বিষয়কে মাথায় রেখেই শীতের ইমেজে যাতে ক্রিকেট খেলা সম্পন্ন হয়, সে বিষয়ে লক্ষ্যে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার ইন্সপেক্টর, বিকাশ দত্ত, এক সম্প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করলেন রবীন সেন স্টেডিয়ামে। যেখানে এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুটি জোন, এক সেন্ট্রাল ওয়ান যা আসানসোল উত্তর ও দক্ষিণ থানা ও ট্রাফিক পুলিশ কে নিয়ে রয়েছে, আর সেন্ট্রাল টু যা রানীগঞ্জ ও জামুরিয়া থানা ও সেখানের ট্রাফিক পুলিশকে সঙ্গে নিয়ে গড়ে উঠেছে, সেই দুটি জোনের ক্রিকেট টুর্নামেন্ট শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়।

যার মধ্যে এদিন, প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট 12 ওভারে, সেন্ট্রাল টু এর ক্রিকেটার রূপে থাকা পুলিশ আধিকারিকেরা, দু উইকেট হারিয়ে 145 রান সংগ্রহ করে। যদিও জবাবে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে 12 ওভারের মধ্যে মাত্র ৯৭ রান সংগ্রহ করতে পারে সেন্ট্রাল ওয়ানের ক্রিকেটের দল। এদিনের এই খেলার শেষে সেরা ব্যাটসম্যান হিসেবে পুরস্কৃত হন জামুড়িয়ার ট্রাফিক ওসি প্রসেনজিৎ মণ্ডল, সেখানেই সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন জামুড়িয়ার ওসি সৌমেন্দ্রনাথ ঠাকুর, সেখানেই সেরা বলার হিসেবে পুরস্কৃত হন সুজয় মণ্ডল। সকল সফল ক্রিকেটারদের পুরস্কৃত করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস। তিনি জানান মূলত পুলিশ প্রশাসনের মধ্যে আরো নিবিড়তা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সম্প্রীতি ম্যাচ খেলার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *