আসানসোলে অভিনব উদ্যোগ, মেয়ের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজনে বাবা, পাশে পাড়ার ক্লাব
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোলের কল্যাণপুর হাউজিংয়ের কল্যানপুর অবসর কালচারাল এ্যাসোসিয়েশন বা ক্লাবের সদস্য অনুপ ঘোষালের মেয়ে বৃদ্ধি ঘোষালের ১৮তম জন্মদিন উপলক্ষে রবিবার আসানসোল পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডে ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান অনিমেষ দাস, ক্লাবের সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, সম্পাদক তাপস সেনগুপ্ত, অনুপ ঘোষাল, দীপশিখা ঘোষাল, নন্দলাল ঘোষাল, রেখা ঘোষাল, পৃথা ঘোষাল সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এদিনের রক্তদান শিবিরের সূচনা বেলুন ও পায়রা উড়িয়ে করা হয়।




এই শিবিরের আয়োজন বৃদ্ধি ঘোষালের ১৮ বছর জন্মদিন উপলক্ষে করা হয়েছিল, যেখানে তিনি প্রথমবার রক্তদান করেন। বোরো চেয়ারম্যান অনিমেষ দাস তাকে এই মহৎ কাজের জন্য একটি সার্টিফিকেট দেম। এছাড়াও এই অনুষ্ঠানে অসীম সরকার উপস্থিত ছিলেন।
এদিনের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে বৃদ্ধি ঘোষালের বাবা অনুপ ঘোষাল বলেন , অবসর ক্লাব বা কালচারাল এ্যাসোসিয়েশন প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। যার মাধ্যমে থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়। এই বছরও বিশেষ দিন উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, থ্যালাসেমিয়া পরীক্ষা, রক্তের গ্রুপ পরীক্ষা, ইসিজি, রক্তচাপ ও রক্তে সুগারের মাত্রা পরীক্ষারও ব্যবস্থা করা হয়।
তিনি আরো বলেন, এই শিবিরের ৪০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অনিমেষ দাস বৃদ্ধি ঘোষালকে তার জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার পরিবারকে রক্তদান শিবিরের আয়োজনের জন্য প্রশংসা করেন।
ক্লাবের সভাপতি প্রশান্ত ভট্টাচার্য বলেন, ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যার উদ্দেশ্য রক্তদান সম্পর্কে মানুষকে সচেতন করা এবং নিশ্চিত করা যে, কেউ যেন রক্তের অভাবে কষ্ট না পায়। তিনি সকলকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি ঘোষাল পরিবারকে এমন একটা দিনে এই রক্তদান শিবিরের আয়োজন করার জন্য সাধুবাদ জানান।