আড্ডার বস্তি উচ্ছেদের প্রতিবাদ, রাস্তা অবরোধ বিক্ষোভ বাসিন্দাদের, উত্তেজনা
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Durgapur News Updates ) আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার বস্তি উচ্ছেদের প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন বস্তিবাসীরা। দুর্গাপুরের সিটি সেন্টারে সোনার তরী এলাকার বস্তিতে আড্ডার তরফে বু অভিযান। আড্ডার তরফে ১০ দিন আগে আগাম নোটিশ দেওয়া হয়েছিলো। বলা হয়েছিলো সরে যাওয়ার জন্য। নোটিশে এও বলা হয়েছিলো, তারা সরে না গেলে, উচ্ছেদ অভিযান চালানো হবে। সেই মতো সময়সীমা শেষ হওয়ার পরে বুধবার দুপুরে আড্ডার আধিকারিকরা উচ্ছেদ অভিযানে আসেন। সেখানে বেশ কয়েকটি বাড়ি জেসিপি দিয়ে অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হয় । এরপরে বস্তিবাসীদের সাথে বচসা শুরু হয় আড্ডার আধিকারিকদের। আড্ডার এই সিদ্ধান্ত ও অভিযানে এলাকার বস্তিবাসীরা রুখে দাঁড়া। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চাপে পড়ে আড্ডা কর্তৃপক্ষ পিছু হটে। এর প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টারে সত্যজিৎ রায় সরণি অবরোধ করেন বস্তিবাসীরা।




বস্তিবাসীদের অভিযোগ, বাড়ির মধ্যে সমস্ত জিনিসপত্র ও রান্না করা খাবার ছিলো। সবকিছু ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কোন বাড়িতে বাচ্চা থাকলে দুর্ঘটনা ঘটতে পারতো। প্রায় ১৫ টি পরিবার বসবাস করে এইসব বাড়িতে। প্রত্যেকেই পরিচারিকার কাজ করে। তারা কেউ বাড়িতে ছিলেননা। বস্তিবাসীরা বাড়িতে কেউ না থাকার সুযোগে বেশ কয়েকটি বাড়ি উচ্ছেদ করে চলে যায় আড্ডা কর্তৃপক্ষ বলে অভিযোগ। এররপরেই রাস্তা অবরোধ করের বস্তির মানুষেরা। রাস্তা অবরোধ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। পুলিশ কোনমতে পরিস্থিতি সামাল দেয়।
আড্ডার তরফে বলা হয়েছে, আইন মেনে এই অভিযান চালানো হয়েছে।