মেডিকেল কলেজে ভর্তির নামে দেড় কোটি টাকার প্রতারণার অভিযোগ, কলকাতার থেকে ধৃত পশ্চিম মেদিনীপুরের যুবক
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Durgapur News Updates ) কলকাতার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেড় কোটি টাকা প্রতারণা করার অভিযোগ। বুধবার রাতে এই অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার করা হলো ১ জনকে । ধৃতের নাম অর্ণব দাস বর্মন। পশ্চিম মেদিনীপুর শহরের বাসিন্দা ধৃত অর্ণব।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের প্রথম দিকে দুর্গাপুর থানা এলাকার বাসিন্দা ২ যুবককে কলকাতার একটি নামি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় পশ্চিম মেদিনীপুর শহরের অর্ণব দাস বর্মন। তাদের কাছ থেকে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকাও নেওয়া হয়। দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও মেডিকেল কলেজে ভর্তি হতে পারেন নি ঐ দুই যুবক। টাকা দেওয়ার পরেও তারা যে প্রতারণার শিকার হয়েছে তা বুঝতে পেরে ঐ দুই যুবক। এরপর তারা অর্ণব দাস বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দুর্গাপুর থানায়।




সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে কলকাতায় হানা দেয় পুলিশ। এই ঘটনার তদন্তে থাকা দুর্গাপুর থানার এএসআই নাজমুল হুদা কলকাতা জুড়ে তল্লাশি শুরু করেন। টানা ৬ দিন ধরে চিরুনি তল্লাশি চালানোর পর গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার পঞ্চসায়ের থানা এলাকার একটি বহুতল আবাসনে হানা দেয় পুলিশ। বুধবার রাতে সেখান থেকেই গ্রেফতার করা হয় অর্ণব দাস বর্মনকে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পেশ করে হেফাজতে নিয়ে টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা জানতে ধৃতকে জেরা করা হচ্ছে বলে দুর্গাপুর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।