ASANSOL

আসানসোলে রাস্তা অবরোধ বিজেপির, গণধর্ষণের অভিযোগ তদন্তে মহিলা থানার পুলিশ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ এবার আসানসোলের হিরাপুর থানার এলাকার চার যুবকের বিরুদ্ধে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠলো। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ প্রথমে এই ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছিলো বলে অভিযোগ রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপির । তাই শনিবার বিকেল সাড়ে চারটের পরে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে আসানসোলের পুলিশ লাইন সংলগ্ন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ( সেন্ট্রাল ১) অফিসের সামনে দলের কর্মী ও সমর্থকদের নিয়ে রাস্তা অবরোধ করেন আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এরফলে জিটি রোডের ভগৎ সিং মোড় থেকে বার্নপুর যাওয়ার বার্নপুর রোডের একটি লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডুর নেতৃত্ব আশপাশের বেশ কয়েকটি থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসে। পুলিশ অফিসাররা বিজেপি বিধায়ককে রাস্তা অবরোধ তুলতে অনুরোধ করেন। কিন্তু পুলিশ অফিসারদের সঙ্গে বিজেপি বিধায়কের বাকবিতন্ডা লেগে যায়। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বিজেপি বিধায়কের অভিযোগ অস্বীকার করে পুলিশ জানায়, কোন কিন্তু চাপা দেওয়ার চেষ্টা করা হয়নি। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে। আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। এক যুবকের বাবামাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, আসানসোলের হিরাপুর থানার ইসমাইলের অদূরে প্রেমনগরের চার যুবকের বিরুদ্ধে বাঁকুড়ার বিহারীনাথ পর্যটন স্থানে ঐ কিশোরীকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে” র আগের দিন। শুক্রবার সকালের পরে এই ঘটনাটি প্রকাশ্যে আসে। দুর্গাপুরের ইএসআই হাসপাতালে নির্যাতিতা ঐ কিশোরী ভর্তি রয়েছে। কিশোরীর বাড়ি দুর্গাপুরে। তার মামাবাড়ি বার্নপুরের প্রেমনগরে। অভিযুক্তদের মধ্যে এক যুবক কিশোরীর মামাবাড়ির প্রতিবেশী বলে জানা গেছে। এই প্রসঙ্গে অভিযুক্ত এক যুবকের মায়ের সাথে কথা বলা হলে, তিনি জানান তার ছেলের নাম আকাশ। আকাশ তার বন্ধুদের সাথে বৃহস্পতিবার সকালে বিহারীনাথ মন্দিরে যাওয়ার জন্য বেরিয়েছিলো। সন্ধ্যার মধ্যে সে ফিরে এসেছিল। অভিষেক নামে এক বন্ধু তাকে ফোন করতে বাড়িতে এসেছিল। চন্দন নামে আরেক বন্ধু বাইরে দাঁড়িয়েছিল। তবে, বিহারীনাথের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি এ বিষয়ে কিছুই বলতে পারেননি। তিনি বলেন যে তার কাছে এ বিষয়ে কোন খবর নেই। তিনি এমনকি বলতেও পারেননি যে তার ছেলে এখন কোথায়। তিনি বলেন যে তার ছেলের বয়স ২১ বছর। সে গ্রামের স্কুলে পড়াশোনা করে ও পরীক্ষা দিচ্ছে। তিনি বলেন, তার ছেলের সম্পর্কে যে অভিযোগ করা হচ্ছে, তা ভিত্তিহীন। ঐ এলাকার বাসিন্দা অন্য একজন মহিলা বলেন, পুলিশ এসে অভিষেকের বাবা-মাকে নিয়ে গেছে। তবে, বিষয়টি ক তা সম্পর্কে তার কোন কিছু জানা নেই।

আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এদিন বিকেল থেকে দলের কর্মীদেরকে নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (সেন্ট্রাল জোন ১) অফিসের সামনের রাস্তা অবরোধ করতে বসে অভিযোগ করেন, পুলিশ প্রশাসন ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আগে পুলিশ বলেছিল যে ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি। যদিও নিজের উদ্যোগে মহিলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি মহিলাদের উপর এই ধরনের অত্যাচার সহ্য করবে না। বিধায়ক বলেন, পুলিশ প্রশাসন যেভাবে মামলাটি চাপা দেওয়ার চেষ্টা করছে তা মেনে নেওয়া হবে না। একই সাথে, চার অভিযুক্তের মধ্যে একজনের বিজেপি নেতার সাথে সম্পর্ক থাকার বিষয়ে তিনি বলেন, কে কোন দলের সাথে যুক্ত তার সাথে বিজেপির কোনও সম্পর্ক নেই। বিজেপির দাবি, দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক।


এদিকে, প্রায় আড়াই ঘন্টা রাস্তা অবরোধ করার পরে রাত আটটার সময় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল অবরোধ তুলে নেন। তিনি বলেন, পুলিশকে চারজনকে দ্রুত গ্রেফতার করতে হবে। নাহলে, এখানে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধে বসবো। এখন আশ্বাস পেয়ে আন্দোলন তুলে নিচ্ছি।
যদিও, আসানসোল দূর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, এই ঘটনায় দুই যুবকের নামে মামলা করা হয়েছে। তারা ফেরার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *