আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ” ফিরে পাওয়া “, ১০২ জনকে মোবাইল ও তিনজনকে টাকা ফেরালো কোকওভেন থানা
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্যতম সামাজিক প্রকল্প হলো ” ফিরে পাওয়া “। এই ” ফিরে পাওয়া ” র মাধ্যমে বিভিন্ন থানা হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন ও সাইবার অপরাধীদের হাতিয়ে নেওয়া টাকা মানুষজনদের হাতে ফিরিয়ে দেয়।
সেই রকমভাবে দুর্গাপুরের কোকওভেন থানার উদ্যোগে রবিবার দুপুরে সাইবার অপরাধে খোয়া যাওয়া টাকা ও হারিয়ে ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য ‘ ফিরে পাওয়া” অনুষ্ঠান করা হয়।




এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি সুবীর রায়, কোকওভেন থানার ওসি মহঃ মইনুল হক ও অন্য পুলিশ অফিসার ও কর্মীরা ।
এই প্রসঙ্গে এসিপি বলেন, সাইবার অপরাধের শিকার হয়ে খোয়া যাওয়া তিনজনের ৬৩ হাজার ৪৮৮ টাকা ফেরত দেওয়া হয়েছে এদিন। এর পাশাপাশি এদিন ১০২ টি মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে সেগুলো ফেরত দেওয়া হয়েছে।