শাকম্বরি গ্রুপ এর আটটি শাখা নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– শাকম্বরি গ্রুপ এর আটটি শাখা নিয়ে দুই দিন ব্যাপি এক ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করা হল আসানসোল রেল লোকো ময়দানে ।যেখানে বিভিন্ন শাখার প্রতিনিধিত্বকারী দল সিসন পঞ্চম চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।দুই দিনের এই খেলার ফাইনাল খেলায় অংশ গ্রহন করে এসপিস২ পাট্রিওস ভার্সেস এস আই পি এল টাইটান ,, খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে এসপিস২ পাট্রিওস ১১০ রান করে ১১১ রানের টার্গেট দেয়
এস আই পি এল টাইটান যেখানে এস আই পি এল টাইটান ২ উইকেট এর বিনিময়ে ৬ ওভার শেষে এসপিস২ পাট্রিওস কে পরাজিত করে।




এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন কোম্পানির হেড দীপক আগরওয়াল চেয়ারম্যান , এস কে সচ্চনজয়েন্ট ম্যানেজিং ডাইরেক্টর , অঙ্কিত মিত্তাল বিজনেস ডেভেলপমেন্ট, মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় শাকমবাড়ি গ্রুপ হেড এইচআর, রাজকুমার সিং সিনিয়র জেনারেল ম্যানেজার শাকমবরী গ্রুপ,
এদিন দীপক আগরওয়াল জানান তাদের মোট আটটি শাখার কর্মচারীদের নিয়েই
এই বছর তাদের পঞ্চম বর্ষের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হলো আসানসোল রেলওয়ে লোকো ময়দানে। যেখানে আটটি শাখার কর্মচারীরা খেলায় অংশ গ্রহন করে । এই খেলার একমাত্র উদ্দেশ্য হলো সকল কর্মচারীদের সাথে একে অন্যের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করা, তাছাড়া তারা তাদের কাজেও যেন সব সময় জয়ী হতে পারে।