ASANSOL

আসানসোলে আন্তঃসোসাইটি মহিলা ক্রিকেট টুর্নামেন্ট, প্রথম খেলায় জয়ী জেনেক্স এক্সোটিকা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে আন্তঃসোসাইটি মহিলা ক্রিকেট টুর্নামেন্ট শনিবার থেকে শুরু আসানসোলের জিটি রোডের কুমারপুরের জেনেক্স এক্সোটিকা গ্রাউন্ডে। এই টুর্নামেন্টে দুটি খেলা হবে জেনেক্স এক্সোটিকা ও আসানসোল সেনরেল রোডের আসানসোল সৃষ্টিনগর মহিলা দলের মধ্যে।
এদিন দুপুরে প্রথম খেলায় জেনেক্স এক্সোটিকা গ্রাউন্ডে মুখোমুখি জেনেক্স এক্সটিকা ও সৃষ্টিনগর মহিলা ক্রিকেট দল। এই খেলায় জেনেক্স এক্সোটিকা ৮৪ রানে বড় জয় পায়।


এদিন প্রথমে ব্যাট করে জেনেক্স এক্সোটিকা মহিলা দল নির্ধারিত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৯৪ রান করে। জবাবে সৃষ্টি নগর ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ১১০ রান তুলতে সক্ষম হয়।
খেলা শেষে রানার্স ট্রফি ও উইনার্স ট্রফি দুই দলের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে সৃষ্টিনগর মহিলা ক্রিকেট দলের প্রত্যেক সদস্যদেরকে পুরস্কৃত করা হয়।


এদিনের খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের মহিলা পুলিশ অফিসার অনন্যা দে, ডাঃ নিশা আগরওয়াল, ডাঃ নীলাঞ্জন অধিকারী, জেনেক্স এক্সোটিকা সোসাইটির সভাপতি ডাঃ গৌতম বন্দোপাধ্যায় , সম্পাদক পূর্ণেন্দু চৌধুরী, সহ-সভাপতি ত্রিদিব মণ্ডল, যুগ্ম সম্পাদক অনুপ মণ্ডল, যুগ্ম কোষাধ্যক্ষ সমীর ঠাকুর, রাজা ঘোষ প্রমুখ। আগামী ২১ ফেব্রুয়ারি সৃষ্টিনগরে এই দুইদলের মধ্যে আরো একটি খেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *