আসানসোলে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রবীণদের রোডরেস
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের রেলপারের ডিপোপাড়ায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার সিনিয়র সিটিজেন বা প্রবীণ মহিলা এবং পুরুষদের জন্য একটি রোড রেসের আয়োজন করা হয় । এই উপলক্ষে, ঐ এলাকার বলতে গেলে সমস্ত প্রবীণ মানুষেরা উপস্থিত ছিলেন। আসানসোল চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ফ্ল্যাগ অফ করে রোডরেসের সূচনা করেন।




তিনি বলেন, এই সংগঠনটি যেভাবে প্রবীণদের নিয়ে কাজ করছে এবং এই প্রবীণরা অবসর গ্রহণের পরেও যেভাবে সক্রিয়, তাতে অনেক উৎসাহ পাওয়া যায়।
তিনি আরো বলেন, বয়স্কদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। সেজন্য এ ধরনের রোডরেস খুবই গুরুত্বপূর্ণ। প্রবীণরা এক কিলোমিটারের রোডরেসে অংশ নিয়ে ডিপো পাড়ার আশেপাশের এলাকা ঘুরে তা শেষ করেন। অমরনাথ চট্টোপাধ্যায় এই রোড রেসে অংশ নেওয়া প্রবীণ ও উদ্যোক্তাদের প্রশংসা করেছেন।