ASANSOL

আসানসোল শহরে শেষ হয়নি আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ , রাস্তা মেরামতে সমস্যা

রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মেয়র

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিকদের নিয়ে মঙ্গলবার পুরভবনে মেয়রের চেম্বারে একটি বৈঠক হয়। প্রসঙ্গতঃ, ২০২৪ এর দুর্গাপূজার আগে থেকে বিদ্যুৎ বন্টন নিগমের তরফে আসানসোল শহরের বিভিন্ন এলাকায় আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজের জন্য রাস্তা খোঁড়ার কাজ করছে। কিন্তু এখনও পর্যন্ত অনেক রাস্তা রয়েছে যেখানে কেবল বসানোর কাজ শেষ হয়নি। যে কারণে ঐসব রাস্তা মেরামতের কাজ সম্পন্ন হয়নি। যে কারণে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন। গোটা বিষয়টি নিয়ে আলোচনা করতে এদিন রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিকদের আসানসোল পুরনিগমে ডাকা হয়।

সেই মতো তারা মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ও পুরনিগমের ইঞ্জিনিয়াররা ছিলেন। এই বৈঠকে বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিকদের কাছ থেকে জানার চেষ্টা করা হয়, যে তারা কদিনের মধ্যে বাকি রাস্তাগুলির কাজ সম্পন্ন করতে পারবেন? আসানসোল পুরনিগমের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে আগামী মাসের মধ্যে ৭ দিনের মধ্যে যেসব রাস্তার কাজ শেষ হয়নি, সেগুলোর কাজ শেষ করতে হবে।

পরে এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় বলেন, দুর্গাপূজার আগে থেকেই এই রাস্তাগুলিতে কাজ চলছে। এদিন বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের বলা হয়েছে যে, যেসব রাস্তায় এখনও কাজ শেষ হয়নি, সেগুলোর কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করতে হবে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত এসবি গড়াই রোড ও রহমতনগর রোডের কাজ বিদ্যুৎ দপ্তর শেষ করা হয় নি। যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজ সম্পন্ন করার জন্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মেয়র বলেন, এইসব রাস্তা মেরামতের জন্য সবমিলিয়ে ৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *