KULTI-BARAKAR

নিয়ামতপুরে বেড়েছে অসামাজিক কার্যকলাপ, প্রতিবাদে ফাঁড়িতে ডেপুটেশন সিপিএমের

বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিএমের কুলটি-১ নম্বর এরিয়া কমিটি তরফে বুধবার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে তিনটি দাবিতে দেওয়া হল গণ ডেপুটেশন। তার আগে করা হয় হয় একটি মিছিল। উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, এরিয়া কমিটির সম্পাদক দেও আনন্দ প্রসাদ সহ কুলটি-১ নং এরিয়া কমিটির সদস্যরা। তিনটি দাবি হলো (১) এলাকায় বেআইনিভাবে ড্রাগস এবং মাদক দ্রব্যের রমরমা কারবার চলছে, (২) মিউনিসিপালিটি রোড থেকে যে রাস্তা সিতারামপুর স্টেশন রোডে কানেক্ট হচ্ছে, সেই রাস্তায় রাতের অন্ধকারে অথবা একদম ভোরের দিকে যাতায়াত করা মহিলাদের সাথে ইভটিজিং করদ ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে। মৌখিকভাবে এইসব ঘটনার কথা পুলিশকে জানানো হয়েছে। কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ঐ রাস্তা দিয়ে ছাত্রী বা মহিলারা যারা যাতায়াত করেন তারা রীতিমতো ভীত সন্ত্রস্ত রয়েছেন ও (৩) লছিপুরের নিষিদ্ধ পল্লী বা রেড লাইট এরিয়ার সাথে যুক্ত দালাল চক্রদের দাপাদাপি সিভিল এরিয়ায় চরম অস্তিত্ব কর জায়গায় পৌঁছেছে। রাতের অন্ধকারে সীতারামপুর রেল স্টেশন থেকে শুরু করে নিয়ামতপুর বাস স্ট্যান্ড পর্যন্ত গোটা এলাকাটা অলিখিতভাবে তাদের দখলে চলে গেছে যাচ্ছে। সাধারণ মানুষ ও এলাকায় বসবাসকারী লোকেদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে।
বংশগোপাল চৌধুরী ও মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, কুলটির নিয়ামতপুর এলাকায় অসামাজিক কার্যকলাপ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। বেড়েছে দূষ্কৃতিদের দৌরাত্বও। বিশেষ করে রাস্তায় সকাল ও সন্ধ্যায় বেরোনো মহিলাদের কোন নিরাপত্তা নেই। তারা বলেন, পুলিশের এখন কাজ হলো তৃণমূল কংগ্রেসের নেতাদের কথা টাকা তুলে কলকাতায় পাঠানো। আমরা এদিন এইসব বন্ধ করতে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ডেপুটেশন দিয়েছি। এরপরেও কিছু না হলে, বৃহত্তর আন্দোলন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *