DURGAPUR

মন্ত্রী ও সাংসদের নামে টাকা তোলার অভিযোগ, আর্থিক প্রতারণায় ছেলে সহ গ্রেফতার তৃনমুলের প্রাক্তন কাউন্সিলার

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পুরনিগমের ৩২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার ও তার ছেলেকে আর্থিক প্রতারণার অভিযোগে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। ধৃত প্রাক্তন কাউন্সিলারের নাম মানস রায়। তার ছেলের নাম অভ্রনীল রায়।
দুর্গাপুর থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে বলে জানা গেছে। বুধবার দু’জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে পুলিশের তরফে।


শাসক দলের প্রাক্তন কাউন্সিলার ও তার ছেলের বিরুদ্ধে মন্ত্রীর থেকে সাংসদের নাম করে টাকা তোলারও অভিযোগ রয়েছে। এছাড়াও মোবাইল ফোন ও ল্যাপটপ সহ গাড়ি বিক্রি করে প্রতারণার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।দুর্গাপুর – বর্ধমানের সাংসদ কীর্তি আজাদের নাম করে মোবাইল কেনার অভিযোগ উঠেছে ধৃত প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের নাম করেও প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ তাদের বিরুদ্ধে।
সাংসদ সংবাদ মাধ্যমকে বলেন, পুলিশ ঘটনার তদন্ত করে দেখুক ঠিক কি হয়েছে।


এই প্রসঙ্গে আসানসোল- দুর্গাপুর পুলিশের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, প্রতারণার অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। এর পাশাপাশি তিনি বলেন, এই ঘটনার সঙ্গে কোন রাজনৈতিক দলের কোন সম্পর্ক নেই।
আর এখানে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ইস্পাত নগরীতে।


দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, আর্থিক প্রতারণায় শাসক দলের প্রাক্তন কাউন্সিলার ছেলে সহ গ্রেফতার হচ্ছে। অথচ পুলিশ সেই ঘটনা থেকে শাসক দলকে বাঁচানোর চেষ্টা করছে। বিজেপি বিধায়ক আরো বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি গোটা রাজ্যে থানার ওসিরা তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি ও এসপি এবং পুলিশ কমিশনার সহ ঐ পদমর্যাদার অফিসাররা জেলা সভাপতি হিসেবে কাজ করেন। দুর্গাপুরের ডিসিপির বক্তব্য আরো একবার প্রমাণিত হলো।
প্রসঙ্গতঃ, আর্থিক প্রতারণায় ধৃত মানস রায় ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কাউন্সিলর ছিলেন দুর্গাপুর পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *