ASANSOL

রাজ্য শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক আবারও অসম তৃণমূলের দায়িত্বে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : রাজ্য শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক তৃণমূল কংগ্রেসের হয়ে ভিন রাজ্যে আবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। মন্ত্রী মলয় ঘটককে আবার অসমের তৃণমূল কংগ্রেসের স্টেট ইনচার্জ নিযুক্ত করা হয়েছে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি পোষ্ট করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে লেখা হয় যে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে ও তত্ত্বাবধানে মন্ত্রী মলয় ঘটককে তৃণমূল কংগ্রেসের অসম ইউনিটের ইনচার্জ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের ESI হাসপাতালগুলি সেরা সম্মান পেতে চলেছে

মন্ত্রী মলয় ঘটককে অসম তৃণমূলের রাজ্য ইনচার্জ তৈরির বিষয়ে আসানসোল শিল্পাঞ্চলে তাঁর অনুগামী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় । তৃণমূল জেলা সচিব চাঙ্কি সিং, শিক্ষক নেতা মুকেশ ঝা, প্রাক্তন কাউন্সিলর শম্ভু গুপ্ত, আইএনটিটিউসি ব্লকের সভাপতি রাজু আলুওয়ালিয়া, রাজা গুপ্ত, বিমল জালান, মহ: কামাল সহ অনেক তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *