ASANSOL-BURNPUR

আসানসোলের  বার্নপুর রোডে গভীর রাতে আগুন,  পুড়ে ছাই পাঁচটি দোকান

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের নিমতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। বৃহস্পতিবার গভীর রাতে হওয়া এই ঘটনায় পাঁচটি দোকানে আগুন লাগে। আগুনে দোকানগুলি পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। দোকানগুলিতে আগুন লাগার খবর পেয়ে এলাকার মানুষের প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। একই সাথে হিরাপুর থানাকে খবর দেওয়া হয়। দমকল বিভাগকেও বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন পৌঁছায়। আসে হিরাপুর থানার পুলিশ।

দমকলকর্মীরা আগুন নেভাতে শুরু করে। দমকল কর্মীরা যখন আগুন নেভাতে সক্ষম হন , ততক্ষণে পাঁচটি দোকানই পুড়ে ছাই হয়ে যায়।  জানা গেছে, এই অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান, হোটেল, লোহার দোকান, গ্যারেজ, মুরগির দোকান পুড়ে গেছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মুরগির দোকানে রাখা মুরগির কোনও ক্ষতি হয়নি। সব মুরগি বেঁচে যায়। আগুন লাগার এই ঘটনায় দোকানদাররা ভেঙে পড়েছেন ।

শুক্রবার সকালে এলাকায় গিয়ে দেখা যায়,  দোকানদাররা আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ কিছু অক্ষত আছে কিনা, তা খুঁজে বার করার কাজে ব্যস্ত আছেন। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে সব দোকান পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানদাররা খুবই হতাশ হয়ে পড়েন। সবকিছু খুইয়ে, তারা এখন কি করবেন, তা বুঝে উঠতে পারছেন না।
দমকলকর্মীদের অনুমান, কোনভাবে শট সার্কিট বা কোন দোকানের ভেতরে জলন্ত কিছু থেকে প্রথমে একটি দোকানে আগুন লাগে। তারপর সবকিছু দাহ্য বস্তু থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *