ASANSOL

আসানসোলে মহাদেব মুখোপাধ্যায়ের ১৬ তম মৃত্যু বার্ষিকী পালন, সাংস্কৃতিক উৎসব, রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ জনগণতান্ত্রিক আন্দোলনের নেতা প্রয়াত মহাদেব মুখোপাধ্যায় ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার আসানসোলের এসবি গরাই রোডের শ্রীপল্লীর শ্রীসংঘ ক্লাবের বিপরীতে মুখার্জি হাউসে দিনভর নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা। এই অনুষ্ঠানের উদ্যোক্তা মহাদেব মুখোপাধ্যায় জনকল্যাণ সমিতি।
এদিন সকালে আসানসোলের হটন রোড ও এসবি গরাই রোডের সংযোগস্থলে ইসমাইল মোড় সংলগ্ন এলাকায় মহাদেব মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মুখার্জি হাউসে সাংস্কৃতিক উৎসবের প্রথম পর্যায়ে হয় কবি সম্মেলন। একইসঙ্গে আয়োজন করা হয় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের।

দুপুর পর্যন্ত চলে কবি সম্মেলন। আসানসোল শহর সহ গোটা  শিল্পাঞ্চলের ৫০ জনেরও বেশী কবি সম্মেলনে কবিতা পাঠ করেন। এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীদের সহযোগিতায় ও রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধরের তত্ত্বাবধানে রক্তদান শিবিরটি হয়। আসানসোলের পুনরদৃষ্টি আই হসপিটালের সহযোগিতা চক্ষু পরীক্ষা শিবির হয়। সেখানে অনেক মানুষের চোখ পরীক্ষা করা হয়।


এঔ প্রসঙ্গে মহাদেব মুখোপাধ্যায় জনকল্যাণ সমিতির তরফে মহাদেব মুখোপাধ্যায়ের ছেলে মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন, গত ১৬ বছর ধরে মহাদেব মুখার্জির স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । পাশাপাশি কবি সম্মেলন, সঙ্গীত প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, মহাদেব মুখার্জি সর্বদা সমাজের সুবিধাবঞ্চিত অংশের জন্য লড়াই করেছেন। আজ যখন সমাজে ধনী-দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়ছে, তখন মহাদেব মুখার্জির আদর্শকে আরও দৃঢ়ভাবে ধরে রাখার প্রয়োজন। যাতে আমরা এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি যেখানে কেউ ছোট বা বড় থাকবে না।


অনুষ্ঠানে মুখোপাধ্যায় পরিবারের সদস্য হিমাদ্রি মুখোপাধ্যায় সহ অনেক বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তাদের তরফে কবি সম্মেলনে অংশ নেওয়া কবিকে স্মারক দিয়ে সম্মান জানানো হয়। এর পাশাপাশি রক্তদাতাদের শংসাপত্র ও প্রতিযোগীতায় অংশ নেওয়া সফল প্রতিযোগীদের পুরষ্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *