Bihar-Up-JharkhandWest Bengal

মহাকুম্ভ যাওয়ার পথে ধানবাদে মর্মান্তিক দূর্ঘটনা, মৃত ২ শিশু সহ ৬, আহত ৪

বেঙ্গল মিরর, ধানবাদ ( ঝাড়খণ্ড), রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির পরে এবার মহাকুম্ভ যাওয়ার পথে ঝাড়খণ্ডের ধানবাদে মর্মান্তিক পথ দূর্ঘটনা। রাস্তায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারায় এই ঘটনাটি ঘটেছে। পরে সেই স্করপিও গাড়ির পেছনে একটি টাটা নিক্সন ও একটি বাস ধাক্কা মারে। তবে পরের দুটি গাড়ির চালক আগে থেকে বুঝতে পারায়, বড় কিছু আর হয়নি। শুক্রবার রাত একটা নাগাদ হওয়া এই ঘটনায় দুই শিশু সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে স্করপিও গাড়ির চালকও আছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। এই ১০ জন দূর্ঘটনায় পড়া স্করপিও গাড়িতে ছিলেন। স্করপিও গাড়িটি একেবারে দুমড়েমুচড়ে যায়। মৃত ও আহতরা পশ্চিমবঙ্গের হুগলি ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।

ধানবাদের রাজগঞ্জের ডালুডিতে ছয় লেনের কলকাতা-দিল্লি সড়কে রাস্তায় এই ঘটনাটি ঘটেছে। মৃতরা হলেন হুগলি জেলার ভাদুরের বাসিন্দা গাড়ি চালক শেখ রাজাব আলি, হুগলির সাতবেড়িয়ার পিয়ালি সাহা, পশ্চিম মেদিনীপুরের নুরপার শ্যামলী সাহা, প্রনয় সাহা ও দুই শিশুর নাম অন্বেষা সাহা এবং আগমনী সাহা। আহতরা হলেন, সুদীপ সাহা, শ্যামন সাহা, স্বরূপ সাহা ও নিপা সাহা। আহতরা ধানবাদের শহীদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।


পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত একটা ঝাড়খণ্ডের ধানবাদের রাজগঞ্জ থানার ডালুডিতে ছয় লেনের কলকাতা – দিল্লি জাতীয় সড়কে নাগাদ পাশে দাঁড়িয়ে ছিলো একটি ট্রাক। সেই সময় পশ্চিমবঙ্গ থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে যাওয়া সাথে একটি স্করপিও গাড়ি সেই ( ডবলুবি ১৮ টিবি ৫৬৭২) ট্রাকের পেছনে ধাক্কা মারে। সেই ধাক্কা এতোটাই জোরে ছিলো যে সংঘর্ষ স্করপিও গাড়ি একেবারে দুমড়েমুচড়ে যায় । এই দুর্ঘটনায় স্করপিওর চালক সহ চারজন মারা যান। আহত হন ২ শিশু সহ আরো ৬ জন। এদিকে, স্করপিওর পেছনে আসা একটি টাটা নিক্সন গাড়ির চালকও তার গাড়ির ভারসাম্য বজায় রাখতে পারেননি। সেই গাড়িটি স্করপিওর পেছন ধাক্কা দেয়। তাতে ঐ গাড়ির চারজন আহত হন। এর পেছনে আরো একটি বাস আসছিলো। বাসের চালক বুঝতে পেরে যাওয়া বাসটি কোনমতে দূর্ঘটনা থেকে রক্ষা পায়। সংঘর্ষের শব্দ পেয়ে এলাকায় থাকা হোটেলের ম্যানেজার ও কর্মীরা ছুটে আসেন। আসেন পেছনে থাকা বাসের চালক ও খালাসি।

খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজগঞ্জ থানার ওসি আলিশা কুমারী। স্থানীয় লোকজনদের সাহায্যে স্করপিও গাড়ির আহত ৬ জনকে শহীদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় দুই শিশু মারা যায়।
রাজগঞ্জ থানার ওসি বলেন, মৃত ও আহতরা বাংলার হুগলি ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। তারা সকলেই কুম্ভস্নানের জন্য প্রয়াগরাজ যাচ্ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *