পশ্চিম বর্ধমানে আসন্ন গ্রীষ্মে পানীয় জল সরবরাহ, জেলাশাসকের উপস্থিতিতে উচ্চপর্যায়ের বৈঠক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসন্ন গ্রীষ্মকাল বা গরমের আগে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় পানীয়জল সরবরাহ নিয়ে শনিবার পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে প্রশাসনের স্তরে একটি বৈঠক হয়। এই বৈঠকে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, জেলার আটটি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।




পরে বৈঠকে আলোচনা হওয়া বিষয়ে বিশ্বনাথ বাউরি বলেন, এদিনের বৈঠকে পানীয়জল সরবরাহ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে জল সমস্যা সমাধানের জন্য পিএইচই বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নেওয়া ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেন, জল জীবন মিশন প্রকল্পের আওতায় যেসব কাজ করা হচ্ছে, তা শেষ হলে গ্রীষ্মকালে জেলার চারটি ব্লকের জল সমস্যা সম্পূর্ণরূপে সমাধান হয়ে যাবে। তিনি বলেন, এদিনের বৈঠকে এই কাজগুলি পর্যালোচনা করা হয়েছে। যাতে এই কাজগুলি আগামী মে বা জুন মাসের মধ্যে শেষ করা যায়, তার জন্য প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।