ASANSOL

জামুড়িয়ায় শুরু রাজনৈতিক চাপানওতোর, জিতেন্দ্র তেওয়ারির নামেই থানায় এফআইআর

জল প্রকল্প বাঁচাতে বেআইনি বালি তোলার প্রতিবাদ

বেঙ্গল মিরর, জামুড়িয়া ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের জামুড়িয়ায় অজয় নদীর দরবারডাঙ্গা ঘাটে অবৈধ বালি তোলার প্রতিবাদ করতে গিয়ে দুদিন আগে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। সেই ঘটনায় হামলাকারী বালি চোরাকারবারির লোকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু শনিবার রাতে আক্রান্ত জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধেই জামুড়িয়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে। রবিবার সকালে নিজেই তার বিরুদ্ধে শুক্রবারের ঘটনার জন্য এফআইআর হওয়ার কথা জিতেন্দ্র তেওয়ারি নিজেই জানিয়েছেন। তবে শুধু জিতেন্দ্র নন, তার সঙ্গে থাকা আরো কয়েকজনের বিরুদ্ধে মারধরের পাশাপাশি দুটি মোবাইল ফোন কেড়ে নেওয়া লিখিত অভিযোগ দায়ের করেন দরবারডাঙ্গার একটি জল প্রকল্পে কর্মরত এক ক্যাজুয়াল কর্মী। শনিবার সেই অভিযোগ জামুড়িয়া থানায় জমা পড়ে। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টিকে কেন্দ্র করে জামুড়িয়া তথা আসানসোল শিল্পাঞ্চলে রাজনৈতিক চাপানওতোর শুরু হয়েছে।


জিতেন্দ্র তেওয়ারি এদিন বলেন, জামুড়িয়ার দরবারডাঙ্গায় অজয় নদীতে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া জল প্রকল্প আজ বালি মাফিয়াদের দৌরাত্বে ধ্বংসের মুখে। সেখানে অবৈধভাবে বালি খননের ফলে জল প্রকল্প থেকে পানীয়জল সরবরাহ ব্যাহত হওয়ার মতো পরিস্থিতির দিকে যাচ্ছে। যা অদূর ভবিষ্যতে জামুড়িয়া এলাকায় বড় ধরনের জলসংকট তৈরি করবে।
তিনি আরো বলেন, কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে নিজে যেকোন ধরনের অবৈধ বা বেআইনি কারবার বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। তারপরেও পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় অবাধে চলছে এইভাবে বেআইনি বালি তোলার কাজ । আমি সেই খবর সেখানকার দলের নেতা ও কর্মীদের কাছ থেকে পেয়ে গত শুক্রবার সকালে এই অন্যায়ের প্রতিবাদ করতে এলাকায় যাই। , তখন আমাদের উপর বালি কারবারিদের লোকেরা হামলা চালায়। আক্রান্ত হই। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অথচ শনিবার রাতে শুনলাম পাম্প হাউসের এক ক্যাজুয়াল কর্মী উল্টে আমার বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছেন। তাকে নাকি মারধর করে দুটি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে।


এরপরেও তিনি বলেন, এটা খুবই নিন্দনীয় ও গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা। একটা কেন, দশটা এফআইআর করে কিছু হবেনা। মেয়র থাকাকালীন এইসব জল প্রকল্পগুলো তৈরী করেছিলাম। কিছু লোকের কারণে সেগুলো ধ্বংস হয়ে যাবে, তা মেনে নেবো না। আমি ও আমার দল এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই চালিয়ে যাবো। কোনভাবেই কোন কিছুতেই ভয় পাবোনা ও লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন জিতেন্দ্র তেওয়ারি।
এদিকে, এই প্রসঙ্গে জামুড়িয়া থানার এক পুলিশ আধিকারিক বলেন, দরবারডাঙ্গার একটি জল প্রকল্পে কর্মরত এক ক্যাজুয়াল কর্মী শনিবার লিখিত অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে নির্দিষ্ট ধারায় এফআইআর করা হয়েছে। তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *