রানীগঞ্জের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ এর শাশুড়ি বাড়ির তিনতল্লা ছাদের উপর থেকে পড়ে যাওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, ডাক্তার এস কে বাসুর শাশুড়ি, ও আই এম এ – র প্রেসিডেন্ট বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার চৈতালি বাসুর মা, বছর ৮৭ অলকা পাল মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই বাড়ির তিনতল্লা ছাদের উপর থেকে পড়ে যাওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রানীগঞ্জের রামবাগান ডক্টর কলোনী এলাকায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের কথায় এদিন দুপুরে যখন সকলেই নিজের কাজে ব্যস্ত ছিল তখনই কিভাবে যে ওই বৃদ্ধা ছাদের মধ্যে গিয়ে তিন তলার উপর থেকে পড়ে যান, তা নিয়ে সন্ধিহান তারা।




এদিন স্থানীয়দের কাছে এই ঘটনার খবর পেয়ে দ্রুত বাড়ির বাইরে এসে ডাক্তার এস কে বাসু লক্ষ্য করেন, তার শাশুড়ি অলকা পাল বাড়ির ছাদের দু তলার উপর পড়ে রয়েছে। মুহূর্তে তারা পুলিশ প্রশাসন ও দমকল বিভাগকে খবর দিলে, দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, দমকল বিভাগের কর্মীদের সহায়তায় দু তলার বারান্দার রেলিং কেটে, গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার আকস্মিক ঘটা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ডাক্তার বাসু জানান তার শাশুড়ি র অ্যালজাইমা ছিল, যে কারণে তিনি সমস্ত কিছুই ভুলে যেতেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ হয়ে নিজের মেয়ের কাছে থাকছিলেন তিনি।
ডাক্তার চৈতালি বাসু জানিয়েছেন তিনি যখন দুপুরে বিশ্রাম নিতে গেছেন, তখন কিভাবে যে তার মা ছাদে চলে যায়, আর এ ধরনের ঘটনা ঘটে তা নিয়ে তিনি হতচকিত হয়ে পড়েছেন। কান্নায় ভেঙে পড়েছেন তিনি। জানা গেছে এর আগে এই বাড়ির ছাদ থেকেই পড়ে বহু বছর আগে তার বাড়ির এক সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছিল, সে সময়ও এক বাড়ির প্রবীণ সদস্য এভাবেই ছাদের উপর থেকে পড়ে যায়, যা নিয়ে স্থানীয়দের কাছে নানান কথা শোনা যায়। তবে রহস্যময় এই ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে রানীগঞ্জ থানার, পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে।