আসানসোলে রাজ্য সরকারের ” যাত্রী সাথী অ্যাপ ” নিয়ে পুলিশের সচেতনতার প্রচার
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশের তরফে বৃহস্পতিবার আসানসোল আদালতের কাছে পশ্চিমবঙ্গ সরকারের ” যাত্রী সাথী অ্যাপ” সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে প্রচার চালানো হয় । আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড ওসি সঞ্জয় মণ্ডলের নেতৃত্বে এই অ্যাপ সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। যাতে মানুষ এই অ্যাপটি সম্পর্কে জেনে তা ব্যবহার করতে এবং নিরাপদে ভ্রমণ করতে পারেন।




সাংবাদিকদের এই বিষয়ে সঞ্জয় মণ্ডল বলেন, পশ্চিমবঙ্গ সরকার যাত্রী সাথী অ্যাপ চালু করেছে। যার মাধ্যমে যে কেউ যে কোন জায়গা থেকে নিজের জন্য মোটরবাইক, ট্যাক্সি আা অটো বুক করতে পারেন। পুলিশ প্রশাসনের কাছে এই অ্যাপে সমস্ত গাড়ির চালকের তথ্য রয়েছে। তাই এটি একটি অত্যন্ত নিরাপদ মাধ্যম, যা ব্যবহার করে মানুষেরা যেকোন জায়গায় ভ্রমণ করতে পারেন। তিনি আরো বলেন, অন্যান্য অ্যাপের তুলনায় এই অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করে ভ্রমণের ভাড়াও অনেকটাই কম হবে।