DURGAPUR

দুর্গাপুরে ডিসিপি অফিস ঘেরাও, রাস্তা অবরোধ

পানাগড়ের ঘটনা নিয়ে পুলিশকে আক্রমণ অগ্নিমিত্রা পালের , রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তার দাবি

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ পানাগড়ের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে নারী নির্যাতন,খুন – ধর্ষণ ও মহিলাদের নিরাপত্তা দিতে পুলিশি ব্যর্থতার প্রতিবাদে বিজেপির  আসানসোল সাংগঠনিক জেলার ডাকে বৃহস্পতিবার দুর্গাপুরে ডিসিপি ( পূর্ব)  অফিস ঘেরাও করা হয়। এর নেতৃত্বে ছিলেন আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক তথা রাজ্য সম্পাদক অগ্নিমিত্রা পাল। দলের নেতা ও কর্মীদের নিয়ে ডিসিপি অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে বসে পড়েন তিনি। তার সঙ্গে ছিলেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।


অগ্নিমিত্রা পাল পানাগড়ের ঘটনা নিয়ে পুলিশকে আক্রমণ করেন। তিনি তোপ দাগেন আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীকে। তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েক ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলন করে ওভারটেক ও রেষারেষি বলায়, বিজেপি বিধায়ক তার ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, পুলিশ কমিশনার কি করে বুঝলেন দুটি গাড়ি রেষারেষি করছিলো? ঐ তরুণীকে কোন ইভটিজিং করা হয়নি?  রেষারেষি যদি করাও হয়ে থাকে, তাহলে ঐ রাতে ১৭ কিলোমিটারেরও বেশি রাস্তায় পুলিশ কোথায় ছিলো? সাদা গাড়িতে মদ খাওয়ার গ্লাস পাওয়া গেছে। তার মানে ঐ গাড়িতে যারা ছিলো তারা মদ খাচ্ছিলো।

আসল কথা হলো, আরজি করের ঘটনার পরে কলকাতার পুলিশ কমিশনার যেমন তা ধামাচাপা দিতে নিজের মনগড়া তত্ত্ব খাড়া করেছিলেন, পানাগড়ের ঘটনার ক্ষেত্রে আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার একই জিনিস করেছেন। এইসব ঘটনা নিয়ে অগ্নিমিত্রা পাল আরো একবার রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস ও রাজ্য সরকারকে তুলোধোনা করেন। তিনি বলেন, এই রাজ্য জঙ্গি ও অপরাধীদের হয়ে গেছে। এরা ভাবছে আমরা যাই করিনা কেন, তৃনমুল কংগ্রেসের পতাকা হাতে থাকলে তাদের কিছু হবে না। খুন, ধর্ষণ তা, যাই করি না কেন?


বিজেপির এই রাস্তা অবরোধ বিক্ষোভ তুলতে পুলিশকে নাজেহাল হতে হয়। ডিসিপি অফিস চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিলো। পুলিশ অফিসাররা বারবার অগ্নিমিত্রা পালকে রাস্তা অবরোধ তুলে নিতে আবেদন করেন। যা নিয়ে তার সঙ্গে একটা সময় পুলিশ অফিসারদের তর্কবিতর্কও বেঁধে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *