আসানসোলে শুরু পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা, প্রতি জেলায় তৈরি হবে একটি করে মার্কেটঃ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের ( এমএসএমইএন্ডটি) উদ্যোগে শনিবার থেকে আসানসোলের পোলো গ্রাউন্ডে শুরু হলো পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা ২০২৪-২৫। এদিন বিকেলে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন করেন
আইন, বিচার ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ, বস্ত্র, কারাগার সংশোধন ও প্রশাসনিক দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম।




উদ্বোধনী ভাষনে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, শেষ মন্ত্রীসভার বৈঠক আলোচনার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের জন্য প্রতিটি জেলায় একটি করে আরবান মার্কেট কমপ্লেক্স তৈরি করা হবে। পিপিপি মডেলে তা হবে। সেই মার্কেটের প্রথম দুটি তলায় সেই জেলার হস্তশিল্পীদের জন্য নির্দিষ্ট করা থাকবে। সেখানে তারা তাদের স্টল করবেন। এরফলে হস্তশিল্পীদের কাজের প্রসার ঘটবে। মন্ত্রী মলয় ঘটক বলেন, পশ্চিম বর্ধমান জেলার সেই মার্কেট আসানসোলে তৈরি করা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলাশাসক ( জেনারেল) শুভাষীনি ই, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়।
এদিনের অনুষ্ঠানে আসানসোলের মনিমালা গালস্ হাইস্কুলের নবম শ্রেণির বেশ কয়েকজন পড়ুয়াকে সবুজসাথীর সাইকেল দেওয়া হয়। এই প্রসঙ্গে জেলাশাসক এস পোন্নাবলম বলেন, জেলায় ৩০ হাজার সাইকেল দেওয়া হবে।
পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা ২০২৪-২৫ ১ মার্চ থেকে শুরু হয়ে আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে। দুপুর একটা থেকে শুরু হয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে এই মেলা।
মেলায় বলতে গেলে বাংলার সব জেলার স্টল করা হয়েছে। সেইসব স্টলের নামকরণ করা হয়েছে সেই জেলার নদীর নামে।