ভুয়ো ভোটার বাছতে আসানসোল ও দূর্গাপুরে ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক
দলনেত্রীর নির্দেশের পরেই তৎপর পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেস জেলা নেতৃত্ব
বেঙ্গল মিরর, আসানসোল ও দুর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ভোটার তালিকায় ভুয়ো ভোটার রুখতে তৎপর পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবারের দলের মিটিংয়ে নির্দেশের পরেই ভুয়ো ভোটার রুখতে জেলায় জেলায় শুরু হয়েছে ভোটার সংশোধনী বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক।
শুক্রবার পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুর জেলা কার্যালয় ও আসানসোল জেলা কার্যালয়ে জেলা সভাপতির উপস্থিতিতে ব্লক সভাপতিদের নিয়ে দুটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১১ টায় দুর্গাপুর তৃণমূল কংগ্রেস জেলা কার্যালয়ে পাণ্ডবেশ্বর ব্লক, দুর্গাপুর ফরিদপুর ব্লক, অন্ডাল ব্লক ও দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার চারটি ব্লক নিয়ে মিটিং হয়।




অন্যদিকে , আসানস জেলা কার্যালয়ে আসানসোল মহকুমার জামুরিয়া ব্লক ১ ও ২ , আসানসোল উত্তর বিধানসভা, আসানসোল দক্ষিণ বিধানসভা, রানিগঞ্জ বিধানসভা, বারাবনি বিধানসভা ও কুলটি বিধানসভার ব্লক সভাপতিদের নিয়ে মিটিং হয়। দুটি মিটিং থেকে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ব্লক সভাপতিদের পরিষ্কার করে নির্দেশ দেন, দিল্লি ও গুজরাটের ভুয়ো ভোটারের রুখতে সকল নেতৃত্ব সহ ব্লক সভাপতি একত্রিত হয়ে সাধারণ মানুষের মধ্যে মাঠে নেমে কাজ করতে হবে। এই কাজে কোন খামতি রাখা চলবে না।