জলের পাইপলাইন বসাতে চাষের জমিতে বুলডোজার চালানোর অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে কাজ বন্ধ
বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ আসানসোলের জামুরিয়া থানার শ্রীপুর পুলিশ ফাঁড়ির নিঙ্গা এলাকার গুঞ্জন পার্কের কাছে চাষীরা বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেন। এলাকার কয়েক একর জমিতে টমেটো, বেগুন বাঁধাকপি সহ বিভিন্ন শাকসবজি ফলে আছে এই মুহুর্তে। রবিবার সেই জমির একটা বড় অংশে বুলডোজার চালিয়ে ফসল নষ্ট ধ্বংস করার অভিযোগ উঠলো। এদিন যেখানে এই ফসল নষ্ট করা হলো সেই অংশের উপর দিয়েই আসানসোল পুরনিগমের জামুরিয়া পুর এলাকার পানীয়জল সরবরাহের জন্য পুরনিগমের মেন জলের পাইপলাইন বসানো হচ্ছে। চোখের সামনে ঐ পাইপ লাইন বসানোর কর্মীরা যখন বুলডোজার চালিয়ে তাদের ফসল নষ্ট করে দিচ্ছেন, তা দেখে কৃষকরা কাঁদতে শুরু করেন।




তারা বারবার অনুরোধ করে বলছিলেন যে এইভাবে তাদের ফসলের উপর বুলডোজার চালানো উচিত নয়। এই জলের পাইপলাইন বসানোর কাজ করতে আসা প্রহ্লাদ পাল নামে এক সুপারভাইজার বলেন, তিন দিন আগেই ওচাষীদের সাথে কথা হয়েছে। বলা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেটা রবিবারই দেওয়ার কথা।
এদিকে সেই খবর পেয়ে এলাকায় সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও নেতারা চলে আসেন। চাষীরা ক্ষতিপূরণের দাবিতে কাজ বন্ধ করে দেন । চাষীদের দাবি ও অভিযোগ, তিন দিন আগেই আমাদের হিসেব করে ফসলের দাম ধরে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিলো। কিন্তু এদিন কাজ করতে আসা লোকেরা এক পয়সা না দিয়েই এদিনই তারা কাজ শেষ করে চলে যাবেন বলছিলেন।এই চাষীদের পক্ষ নেন জামুরিয়ার ঐ এলাকার তৃণমূল কংগ্রেসের ব্লক সম্পাদক কল্যাণ মাহাতো।
তিনি বলেন, যতক্ষণ না চাষীদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ কাজ করতে দেওয়া যাবে না। তাতে যদি পুলিশ এসে আমাকে গ্রেফতার করে তো করুক। তবুও আমি চাষীদের পক্ষেই থাকবো। এখানে জমিতে প্রচুর পরিমাণ ফসল হয়ে আছে । এই জমির মধ্য দিয়ে জলের পাইপলাইন নিয়ে যাওয়া হবে সেটাও দরকার । ঘটনার খবর পেয়ে আরো দুই তৃণমূল কংগ্রেসের নেতা এলাকায় পৌঁছান। তাদের মধ্যে একজন ছিলেন আসানসোল পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভোলা পাসোয়ান। তৃণমূল নেতা কল্যাণ মাহাতো সেই সময় কৃষকদের সমর্থনে স্লোগান দিতে থাকেন। তিনি বলেন, যাই ঘটুক না কেন, কৃষকদের তাদের ফসলের ক্ষতিপূরণ দিতে হবে।এদিকে ভোলা পাসোয়ান বলেন, আমি ঠিকাদারের সাথেও কথা বলবো। কৃষকদের তাদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে।