তৃনমুল কংগ্রেসের কাউন্সিলারের উদ্যোগে আসানসোলে ম্যারাথন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের ২১ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর শ্রাবণী মণ্ডলের উদ্যোগে সুগম পার্ক তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে রবিবার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিলো। এতে ১৭০ জন দৌড়বিদ প্রতিযোগি অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শ্রাবণী মণ্ডল এবং তার পুরো দলকে এই ম্যারাথন দৌড় আয়োজনের জন্য অভিনন্দন জানান। মন্ত্রী বলেন, আসানসোলে ফুটবল এবং ক্রিকেটের মতো অনেক প্রতিযোগিতা হয়। কিন্তু ম্যারাথন দৌড় আয়োজন আসানসোলের জন্য একটি অনন্য বিষয়। এই ধরনের আয়োজন মানুষের মধ্যে উৎসাহ বৃদ্ধি করে।




তিনি আরো বলেন, দেখা গেলো যে অনেক মহিলাও এই দৌড়ে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। কিন্তু তাদের জন্য আলাদা কোনও ব্যবস্থা ছিল না। তাই তারা এ বছর অংশগ্রহণ করতে পারেননি। তবে পরের বছরে সেই ব্যবস্থা করা হবে। এবার উত্তরপ্রদেশের দুই যুবক ম্যারাথন দৌড়ে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে। মন্ত্রী বলেন, আশা করি যে আগামী বছর শীতকালে এই ম্যারাথন দৌড় আয়োজন করা হবে যাতে আরও বেশি মানুষ এতে অংশগ্রহণ করতে পারে। এ বছরের চেয়ে ভালো দৌড়বিদরা অংশগ্রহণ করতে পারে, তার উদ্যোগ উদ্যোক্তাদের নিতে হবে।